ঝাড়গ্রামে অনুষ্ঠানের আগের দিন হালকা মেজাজে মুখ্যমন্ত্রী

গানে গলা মেলালেন, আপ্লুত পড়ুয়ারা

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস। সেই উপলক্ষে ঝাড়গ্রামে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Jhargram-Mamata Banerjee)। ঝাড়গ্রামে ঢোকার মুখেই শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে যান। সেখানকার পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। এরপর তিনি কুর্মি নেতা রাজেশ মাহাতো, শিবাজি মাহাতো এবং ভারত জাকাত মাঝি পরগনা মহল-এর সদস্যদের সঙ্গেও দেখা করেন। পরে রাজেশ মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সন্তুষ্ট। আদিবাসীদের জন্য উনি যা করছেন তার জন্য কৃতজ্ঞতাও জানান তিনি। স্কুলে এদিন আলাপচারিতার পাশাপাশি গানের সুরে গলাও মেলান। তাঁর সঙ্গেই ছিলেন সঙ্গীতশিল্পী তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন (Minister Indranil Sen)। তাঁকে হারমোনিয়ান নিয়ে গাইতে দেখা যায়। স্বয়ং মুখ্যমন্ত্রীকে এভাবে নিজেদের মধ্যে পেয়ে খুশির জোয়ারে মেতে ওঠেন ঝাড়গ্রামের (Jhargram-Mamata Banerjee) শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় ছাত্রছাত্রী, শিক্ষিকা এবং মাতাজিরা। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, কাল, বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানের মাধ্যমেই বিশ্ব আদিবাসী দিবস পালিত হবে। এই দিনে ২০২১ সালে মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাচের তালে পা মিলিয়েছিলেন। এবার যদি অংশ নেন, সেই ভাবনা থেকেই ওড়িশা থেকে মুখ্যমন্ত্রীর জন্য পাঞ্জি শাড়ি নিয়ে আসা হচ্ছে। এই শাড়ি পরেই মুখ্যমন্ত্রী স্টেডিয়ামের অনুষ্ঠানে পৌঁছনোর কথা। মঙ্গলবার বিকেল চারটেয় ঝাড়গ্রামে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। আগামিকাল স্টেডিয়ামে তাঁর অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেটাল ডিটেক্টর দিয়ে চলেছে পরীক্ষা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।

আরও পড়ুন- শতাব্দীপ্রাচীন ৯২১২ স্কুল চিহ্নিত করল রাজ্য, সংস্কারে বিশেষ অনুদান

Latest article