সংবাদদাতা, পুরুলিয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঝাড়গ্রামে আদিবাসী দিবস পালন করছেন, তখন পুরুলিয়া মুখরিত হচ্ছে তাঁর জয়ধ্বনিতে। বুধবার বিশ্ব আদিবাসী দিবসে এমন নজির দেখা গেল জেলার বিভিন্ন ব্লকে। আদিবাসীদের জল-জমি-জঙ্গলের অধিকার রক্ষা, জয় জোহার পেনশন, তাঁদের উন্নয়নে গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে আদিবাসী ঐক্যের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতি আদিবাসীদের অগাধ বিশ্বাসের কথা তুলে ধরেন নেতারা।
আরও পড়ুন-হাওড়ায় পানীয় জলের সমস্যার সমাধান, ৪১ কোটি টাকার ভূগর্ভস্থ জলাধার
বুধবার সরকারিভাবে জেলায় জেলায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হলেও তৃণমূল এসটি সেলের পক্ষে প্রতিটি ব্লকে এই দিনটি উদযাপিত হয়। পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত বান্দোয়ান, নিতুড়িয়া, কাশীপুর, বাঘমুন্ডি, ঝালদা, আড়শা, মানবাজার প্রভৃতি ব্লকে ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলা তৃণমূল এসটি সেলের সভাপতি কলেন্দ্রনাথ মান্ডি বলেন, ‘‘আদিবাসী দিবস একটি দিবস মাত্র নয়, এই দিনটি আদিবাসীদের স্বাতন্ত্র্য ও অধিকার রক্ষার দিনও। পুরুলিয়ায় তফসিলি উপজাতি মানুষের হার মোট জনসংখ্যার ১৯ শতাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্প্রদায়ের উন্নয়নের জন্য বহু প্রকল্প নিয়েছেন। আদিবাসীদের জাহের থানগুলি সুরক্ষিত করা হয়েছে অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পঠনপাঠন শুরু হয়েছে। আদিবাসী ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’’
আরও পড়ুন-জোড়া গোলে জয় ইস্টবেঙ্গলের
নিতুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, ‘‘পুরুলিয়ার উন্নয়ন, বিশেষত পর্যটন শিল্পের বিকাশে আদিবাসীদের ভূমিকা অস্বীকার করা যাবে না। মুখ্যমন্ত্রী তাই তাঁদের জঙ্গলের পূর্ণ অধিকার দিয়েছেন।’’ বুধবার জেলার বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত আদিবাসী দিবসের সমাবেশগুলি রংদার হয়ে ওঠে আদিবাসী মানুষের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।