জোড়া গোলে জয় ইস্টবেঙ্গলের

দ্বিতীয়ার্ধের শুরুতেই হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের তন্ময় বসু। তবে ৬৪ মিনিটে নিশু কুমারের গোলের পিছনে তাঁর অবদান রয়েছে।

Must read

প্রতিবেদন : ডার্বির আগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। বুধবার কলকাতা লিগে নিজেদের মাঠে রেলওয়ে এফসিকে ২-০ গোলে হারিয়েছে তারা। শনিবার ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে এই জয় কিছুটা হলেও স্বস্তি ফেরাল লাল-হলুদ শিবিরে। বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া না হলে, ম্যাচটা আরও বড় ব্যবধানে জিততেই পারত ইস্টবেঙ্গল।

আরও পড়ুন-মা উড়ালপুলে মেরামতির কাজ শুরু হল, রাতে বন্ধ থাকছে যানচলাচল

কলকাতা লিগে নিজেদের আগের ম্যাচে ভবানীপুরের কাছে আটকে গিয়েছিল দল। তাই এদিন শুরু থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপিয়েছিলেন বিনো জর্জের ফুটবলাররা। কুড়ি মিনিটেই প্রথম গোল। গোলদাতা আমন সিকে। শুরু থেকেই সচল ছিলেন লাল-হলুদের উইঙ্গার। বাঁ দিক থেকে বল নিয়ে দ্রুত গতিতে রেলওয়ে রক্ষণে ঢুকে পড়েন আমন। এরপর বিপক্ষের দুই ডিফেন্ডার ও গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন। এক কথায় দর্শনীয় গোল। প্রাধান্য নিয়ে খেলেও প্রথমার্ধে আর কোনও গোলের দেখা পায়নি লাল-হলুদ।

আরও পড়ুন-অসমে মায়ের গায়ে ফুটন্ত জল, লাঠি দিয়ে মারধর

দ্বিতীয়ার্ধের শুরুতেই হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের তন্ময় বসু। তবে ৬৪ মিনিটে নিশু কুমারের গোলের পিছনে তাঁর অবদান রয়েছে। তন্ময়ের পাস থেকে বল পেয়ে ডান পায়ের প্লেসিংয়ে ২-০ করেন নিশু। ডুরান্ডের প্রথম ম্যাচে লাল কার্ড দেখে ডার্বিতে নেই নিশু। তাই তাঁকে কলকাতা লিগের ম্যাচের জন্য ছেড়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। ৭৩ মিনিটে ফের গোল পেতেই পারত লাল-হলুদ। কিন্তু সুযোগ নষ্ট করেন সঞ্জীব ঘোষ। এদিন দর্শনীয় গোল করা ছাড়াও বারবার নজর কাড়লেন আমন। ম্যাচের সেরাও হলেন। ৮১ মিনিটে তাঁকে তুলে নেন কলকাতা লিগে কোচের দায়িত্বে থাকা বিনো জর্জ। বিপক্ষের রক্ষণের কাছে পৌঁছে খেই হারিয়ে ফেলার বদভ্যাস ছাড়তে পারলে এই তরুণের ভবিষ্যৎ উজ্জ্বল। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে রইল ইস্টবেঙ্গল।

Latest article