মা উড়ালপুলে মেরামতির কাজ শুরু হল, রাতে বন্ধ থাকছে যানচলাচল

পুজোর আগেই কর্তৃপক্ষ চাইছে কলকাতার সব উড়ালপুলে মেরামতির কাজ শেষ করতে। তাই এবার মা উড়ালপুলে কাজ শুরু হয়েছে।

Must read

কলকাতা পুলিশের ট্রাফিক (Kolkata police traffic) বিভাগের কাছে অনুমতি পেয়ে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) (KMDA) মা উড়ালপুলে (Maa flyover) মেরামতির কাজ শুরু করে দিয়েছে। পুজোর আগেই কর্তৃপক্ষ চাইছে কলকাতার সব উড়ালপুলে মেরামতির কাজ শেষ করতে। তাই এবার মা উড়ালপুলে কাজ শুরু হয়েছে। এর ফলে উড়ালপুলে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাত ১০টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মা উড়ালপুলে যান চলাচল বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন-অসমে মায়ের গায়ে ফুটন্ত জল, লাঠি দিয়ে মারধর

তার আগে এই উড়ালপুলে যান চলাচল করতে দেওয়া হচ্ছে। রাতেই উড়ালপুলে মেরামতির কাজ করা হবে কারণ সেই সময়ে যান চলাচল অনেক কম থাকে। কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, বুধবার মিলন মেলার সামনের উড়ালপুলের অংশ পর্যন্ত মেরামতের কাজ হবে। জানা যাচ্ছে, রবিবার পর্যন্ত এই মেরামতি চলবে। উড়ালপুলের রাস্তা এবং দেওয়াল মেরামতের পাশাপাশি সেতুর বৈদ্যুতিক বাতিস্তম্ভ, সিসিটিভি, স্পিড মিটার প্রভৃতি রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

আরও পড়ুন-মহম্মদ সেলিমকে তিন পাতার আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মা উড়ালপুলে এই কাজের জন্য কেএমডিএ কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। সোমবার সেই অনুমতি পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কেএমডিএ। মঙ্গলবার রাতে এজেসি বসু উড়ালপুল থেকে পার্ক সার্কাসের ওপর দিয়ে সেতুর সঙ্গে সংযোগকারী লেনের মেরামতির কাজ হয়েছে। বৃহস্পতিবার রাতে উড়ালপুলের রুবির দিকের নামার অংশে এবং সায়েন্সিটি থেকে উড়ালপুলে ওঠার অংশের কাজ করা হবে।

Latest article