সংবাদদাতা, হাবড়া : আরও অত্যাধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালকে। উদ্যোগী বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য দফতরের সহযোগিতা এবং বনমন্ত্রীর উদ্যোগে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ১০০ বেডের আলাদা একটি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে হাসপাতাল চত্বরে।
আরও পড়ুন-আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, মণিপুর হতে দেব না জঙ্গলমহলকে
আগামী দিনে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালটির জেলা হাসপাতালে উত্তীর্ণ হওয়ার স্বপ্ন দেখছে হাবড়াবাসী। সেক্ষেত্রে হাবড়া ও অশোকনগর-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ আরও বেশি করে চিকিৎসা পরিষেবা পাবেন বলেই দাবি পুরপ্রধান নারায়ণ সাহার। বলেন, এখন হাসপাতালটিতে ১৩২ শয্যা আছে। অতিরিক্ত ১০০ বেডের জন্য একটি বিল্ডিং তৈরি হচ্ছে। ছয় মাসের মধ্যে কাজ শেষ হলে এই হাসপাতালে সব মিলিয়ে ২৩২ বেড হবে। সঙ্গে বাড়বে পরিকাঠামো। সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। বারাসত জেলা সদর হাসপাতাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিণত হয়েছে। এবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের পালা।
আরও পড়ুন-দিদির হাত ধরেই নয়া ভোর আদিবাসীদের : বীরবাহা
ইতিমধ্যেই বাণীপুরে জনতা কলেজের পিছনে প্রতিবন্ধীদের জন্য একটি কলেজ তৈরির প্রস্তাব এসেছে। কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে সেটি তৈরি হবে, জানালেন নারায়ণ। পাশাপাশি হাবড়ার জলনিকাশি সমস্যার সমাধানে ২০০ কোটি টাকার যে সেন্ট্রাল ড্রেনিং প্রজেক্ট জমা দেওয়া হয়। প্রথম ধাপে ১০০ কোটির অনুমোদন শিগগিরই মিলতে চলেছে। প্রকল্পের কাজ শেষ হলে হাবড়ায় আর নিকাশি সমস্যা থাকবে না বলেও দাবি পুরপ্রধানের।