দিদির হাত ধরেই নয়া ভোর আদিবাসীদের : বীরবাহা

ভবিষ্যতে আরও এগিয়ে যাবে তারা মুখ্যমন্ত্রীর হাত ধরে। বীরবাহার বক্তব্যে সহমত জানান উপস্থিত হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

Must read

প্রতিবেদন : ঝাড়গ্রাম-সহ গোটা জঙ্গলমহলে উন্নয়নের কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের গতিকে আরও তরান্বিত করতে আমাদের তাই মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে হবে। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামের মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বললেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। বলেন, আদিবাসী মানুষের জন্য একমাত্র ভেবেছেন এই মুখ্যমন্ত্রীই। আমাদের সম্প্রদায়কে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছেন, সংস্কৃতিকে আরও বেশি মান্যতা দিয়েছেন তিনিই।

আরও পড়ুন-ওয়াকফ সম্পত্তি ৩ সদস্যের কমিটি গঠন করল রাজ্য

আদিবাসী দিবস রাজ্য জুড়ে পালন হয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে দেওয়া হয়েছে সরকারি প্রকল্পের শংসাপত্র। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ওঁর উদ্যোগেই ধামসা-মাদল তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাঁওতালি ভাষাকেও মান্যতা দিয়েছেন তিনি। ঘোষণা করেছেন, সাঁওতালি ভাষায় বিএড কলেজ হবে, প্রচুর শিক্ষক নিয়োগের কথাও বলেছেন। বীরবাহা বলেন, মুখ্যমন্ত্রীর হাত ধরেই এগিয়ে এসেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। নতুন ভোর দেখেছেন তাঁরা। স্বনির্ভর হয়েছেন। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে তারা মুখ্যমন্ত্রীর হাত ধরে। বীরবাহার বক্তব্যে সহমত জানান উপস্থিত হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

Latest article