গুজরাত দাঙ্গার নির্যাতিতা বিলকিস বানোর ধর্ষকরা জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের ফুল-মালায় বরণ করে নেন বিজেপি বিধায়ক। ওই কুৎসিত কাণ্ডকে এবার শীর্ষ আদালতে দাঁড়িয়ে সমর্থন করলেন কেন্দ্রের শীর্ষস্থানীয় আইনজীবী! বিলকিস বানোর ধর্ষকদের পক্ষে নির্লজ্জ সওয়াল করে মোদি সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, জেল থেকে ছাড়া পাওয়া একজনকে ফুল-মালা দিয়ে সংবর্ধনা দিলে সমস্যা কোথায়? গুজরাত বিধানসভা ভোটের আগে বিলকিসের ধর্ষকদের মুক্তি নিয়ে প্রবল বিরোধিতা হয় দেশজুড়ে।
আরও পড়ুন-বার্ধক্যভাতা বন্ধ করল কেন্দ্র
তার মধ্যেই মালা পরিয়ে ধর্ষকদের বরণ করা হয়। ধর্ষকদের মুক্তির নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতেই বিষয়টি ওঠে। মোদি সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল প্রশ্ন তোলেন, ধর্ষকদের মালা পরালে সমস্যা কোথায়? এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের এই মন্তব্য বিজেপি তথা মোদি সরকারের ঘৃণ্য মানসিকতার পরিচয় দেয় বলে মত বিরোধীদের।