হাতে তুলে দেওয়ার ছক, লোকসভায় বিস্ফোরক কাকলি

মণিপুরের সাম্প্রতিক হিংসার পিছনে কি প্রাকৃতিক সম্পদের অধিকার নিয়ে বিরোধ? গুরুতর প্রশ্ন উসকে দিলেন তৃণমূলের লোকসভার সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : মণিপুরের সাম্প্রতিক হিংসার পিছনে কি প্রাকৃতিক সম্পদের অধিকার নিয়ে বিরোধ? গুরুতর প্রশ্ন উসকে দিলেন তৃণমূলের লোকসভার সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। বুধবার লোকসভায় অনাস্থা বিতর্কে অংশ নিয়ে তিনি বলেন, বহুমূল্য ধাতব পাওয়া গিয়েছে সে-রাজ্যে। সেই ধাতব সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দিতে চায় মোদি সরকার। আর তাকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর সংঘর্ষ। অভিযোগের প্রমাণ হিসেবে এএসআই-এর রিপোর্ট তুলে ধরলেন তিনি।

আরও পড়ুন-বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

তাঁর অভিযোগ, রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে অশাম্তি জিইয়ে রাখছে। কাকলির অভিযোগ, মণিপুরের সীমান্ত দিয়ে ব্যাপক পরিমাণে অনুপ্রবেশ ঘটছে। কাদের সাহায্য করতে সীমান্তবর্তী এলাকাগুলিকে দুর্বল করে রাখা হয়েছে সে প্রশ্ন তোলেন তিনি। অনাস্থা বিতর্কে কাকলি ঘোষদস্তিদার কুকি এবং মেইতেই ভাষায় বক্তব্যের সূচনা করেন। উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী যিনি মণিপুরের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি চেয়েও পাননি। তারপরেও ১৯ জুলাই তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলকে পাঠান।

Latest article