লোকসভা থেকে সাসপেন্ড অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতাকে নিশানা দেবাংশুর

প্রহ্লাদ যোশী স্পিকারের কাছে অধীর চৌধুরীকে সাসপেন্ড করার জন্য আবেদন করেন। মন্ত্রীর প্রস্তাব মেনেও নেন স্পিকার।

Must read

লোকসভা (Loksabha) থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। অসংসদীয় কাজের জন্য অধীর চৌধুরীর বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, যতদিন না কমিটি তদন্ত করে সিদ্ধান্ত নিচ্ছে ততদিন লোকসভা থেকে সাসপেন্ড হয়েই থাকবেন অধীর।

আরও পড়ুন-রাশিয়ায় ১১টি ড্রোন হামলা জেলেনেস্কির দেশের সেনার!

মন্ত্রী প্রহ্লাদ যোশী অভিযোগ করেন, নিয়মিত বিভিন্ন ইস্যুতে অধীর চৌধুরী হাউসে ডিস্টার্ব করেন। তথ্য ছাড়াই অভিযোগ করেন। এরফলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। ক্ষমা চাওয়ারও প্রয়োজন বোধ করেন না। প্রহ্লাদ যোশী স্পিকারের কাছে অধীর চৌধুরীকে সাসপেন্ড করার জন্য আবেদন করেন। মন্ত্রীর প্রস্তাব মেনেও নেন স্পিকার। এর জেরে সাসপেন্ড করা হয় অধীর চৌধুরীকে।

আরও পড়ুন-এবার স্বাধীনতা দিবসে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে পিছিয়ে পড়া-আদিবাসীদের উন্নয়নের ট্যাবলো

এই ঘটনায় এবার টুইট করলেন দেবাংশু ভট্টাচার্য। টুইট বার্তায় তিনি কংগ্রেস নেতাকে নিশান করে লেখেন, ‘বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে লোকসভা থেকে সাসপেন্ড করার ঘটনা নিন্দনীয়। সরকারি পক্ষের মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে, তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাসপেন্ড হওয়া ব্যক্তি আরও মন দিয়ে রাজ্যে বিজেপির সঙ্গে গোপন ভালোবাসা চালিয়ে যান! আর কেন্দ্রীয় স্তরে এভাবেই প্রতিদান পেতে থাকুন!’

 

Latest article