রাশিয়ায় ১১টি ড্রোন হামলা জেলেনেস্কির দেশের সেনার!

Must read

হামলা পালটা হামলা চলছেই। প্রায় দেড় বছর হয়ে গেলেও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বরং যত দিন গড়াচ্ছে যুদ্ধের আঁচ তত বাড়ছে। মস্কোয় ইউক্রেনীয় সেনা লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার ১১টি ড্রোন হামলার মুখে পড়ল পুতিনের দেশ (Russia- Ukraine)। এর মধ্যে ২টি ড্রোন মস্কোয় হানা দিয়েছিল। যদিও রাশিয়া দাবি করেছে, রুশ সেনা সব ক’টি ড্রোনকে গুলি করে নামিয়েছি।

আরও পড়ুন- ভয়াবহ দাবানলে পুড়ছে হাওয়াই দ্বীপপুঞ্জ, মৃত্যু ৩৬ জনের, বাড়ছে আতঙ্ক

এর আগে ক্রেমলিন ও রাশিয়ার (Russia- Ukraine) একাধিক শহরে কিভ ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ। তবে রাশিয়াও লাগাতার হামলা চালাচ্ছে ইউক্রেনে। রুশ বিদেশ মন্ত্রকের বিবৃতি জারি করে বলা হয়েছে, দু’টি ড্রোন যেগুলি মস্কোর দিকে আসছিল সেই দুটিকে ধ্বংস করা হয়েছে। মোট ১১টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। তার মধ্যে দুটি আছড়ে পড়েছে সেভাস্তোপলের কাছে। বাকিগুলি পড়ছে কৃষ্ণসাগরে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Latest article