ভয়াবহ দাবানলে পুড়ছে হাওয়াই দ্বীপপুঞ্জ, মৃত্যু ৩৬ জনের, বাড়ছে আতঙ্ক

Must read

ভয়াবহ দাবানলে পুড়ছে হাওয়াই দ্বীপপুঞ্জ (Hawaii fires)। মাউই দ্বীপের লাহানিয়া শহরে দাবানলের জেরে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। আহত বহু। হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হাওয়াইয়ের মাউই দ্বীপে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি।

প্রশান্ত মহাসাগরে সামুদ্রিক ঝড় হারিকেনের কারণেই দাবানল খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে। ধোঁয়া ও আগুনের (Hawaii fires) কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অনেক এলাকায় বিদ্যুৎ নেই। মোবাইল পরিষেবাও ছিন্ন হয়েছে। আগুন নেভাতে কাজ করছেন কয়েক হাজার দমকলকর্মী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। কিন্তু বাতাসের তীব্রতা এতটাই বেশি যে আগুন কোনোমতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

মাউই দ্বীপে কিছু দূরে পাঁচটি আশ্রয় শিবির খোলা হয়েছে। সেখানে বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই পরিস্থিতিতে পর্যটকদের সেখানে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন- মণিপুর নিয়ে মোদি সরকারের ব্যর্থতার দিকে আঙুল তুলে তীব্র আক্রমণ সাংসদ মহুয়া মৈত্রের

Latest article