প্রতিবেদন : ডেঙ্গি মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিতে এবার ১২টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিকদের চিঠি দিচ্ছে কলকাতা পুরসভা। এই সংস্থাগুলিকে তাঁদের অধীনস্থ জায়গা অবিলম্বে পরিষ্কার করতে বলা হয়েছে। সেই সঙ্গে শহরের প্রায় হাজার পাঁচেক নাগরিককেও চিঠি ধরিয়েছে পুরসভা। এদের বিরুদ্ধেও ওই একই অভিযোগ আনা হয়েছে। এর আগে মেয়র উল্টোডাঙার কাছে কোল ইন্ডিয়া ও আরও কয়েকটি কেন্দ্রীয় সরকারি আবাসনে পরিদর্শন করেন।
আরও পড়ুন-ঝাড়গ্রাম থেকে শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী, কাটোয়ার দাঁইহাট পাচ্ছে দমকলকেন্দ্র
সেখানে একাধিক জায়গায় জমা জলে মশার লার্ভা দেখে ক্ষোভে ফেটে পড়েন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে এর আগে নোটিশ দিলেও কাজ কিছু হয়নি বলেও অভিযোগ করেন মেয়র। তিনি বলেন, বারবার বলা সত্ত্বেও জমা জল নিয়ে সতর্ক করা যাচ্ছে না। শহরের বেশ কিছু নাগরিকদের চিঠি ধরিয়েছে পুরসভা। তাঁদের উদাসীনতা ও বেপরোয়া মনোভাবের জন্য শহরে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। এরই মধ্যে সতর্কতা ছাড়াও অনেককে আর্থিক জরিমানাও করেছে পুরসভা। সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে তাঁদের সংস্থার অধীনস্থ জমিতে জল জমা রোধে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে শহরে ডেঙ্গি রুখতে তৎপর কলকাতা পুরসভা।