ঝাড়গ্রাম থেকে শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী, কাটোয়ার দাঁইহাট পাচ্ছে দমকলকেন্দ্র

জানা গেল, দাঁইহাটে দমকল কেন্দ্র গড়ার প্রক্রিয়া শুরু হয় ২০১৪ সালে। দমকল কেন্দ্রের জন্য দাঁইহাট শহরের ৩নং ওয়ার্ডে ট্রেঞ্চিং গ্রাউন্ডের পাশে দেড় বিঘা জমি চিহ্নিত করে

Must read

সংবাদদাতা, কাটোয়া : উন্নয়নের ছোঁয়া কাটোয়ায় (Katwa) । কাটোয়া থানার দাঁইহাট পুরসভা এলাকায় তৈরি হবে দমকলকেন্দ্র। বরাদ্দ হয়েছে ৩ কোটি ৩৬ লক্ষ ৪১ হাজার ৪১২ টাকা। বুধবার ঝাড়গ্রামের সভা থেকে এই দমকল কেন্দ্রটির শিলান্যাস করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে দমকল কেন্দ্র তৈরির জন্য উদ্যোগ নেন সংশ্লিষ্ট কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-রোনাল্ডোর গোলে ফাইনালে আল নাসের

তৃণমূল-শাসিত দাঁইহাটের পুরপ্রধান প্রদীপ রায় বলেন, ‘বছরখানেক আগে দমকল কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যেই হস্তান্তর করেছে দাঁইহাট পুরসভা।’ জানা গেল, দাঁইহাটে দমকল কেন্দ্র গড়ার প্রক্রিয়া শুরু হয় ২০১৪ সালে। দমকল কেন্দ্রের জন্য দাঁইহাট শহরের ৩নং ওয়ার্ডে ট্রেঞ্চিং গ্রাউন্ডের পাশে দেড় বিঘা জমি চিহ্নিত করে। ২০১৮-র অগাস্ট মাসের শুরুতে জেলার পূর্ত দফতরের প্রতিনিধিরা জমি দেখেন। মাটি পরীক্ষা ও জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দাঁইহাটে দমকল কেন্দ্র হবে জেনে খুশি এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন-অশ্বিন চিনেছেন, কৃতজ্ঞ শ্রীজেশ

নবীনকুমার মণ্ডল, গৌরনাথ চক্রবর্তীরা বলছিলেন, দাঁইহাট খুবই পুরনো ও ঘিঞ্জি শহর। আগুন লাগলে কাটোয়া থেকে দমকল আসতে আসতে সব শেষ হয়ে যায়। দমকল কেন্দ্র হলে সেই সমস্যা হবে না। তা ছাড়া দাঁইহাট সংলগ্ন এলাকায় প্রচুর গ্রাম রয়েছে। এখানে দমকল কেন্দ্র হলে গ্রামগুলিও দ্রুত পরিষেবা পাবে।

Latest article