খালি জমিতে ফেলা যাবে না ময়লা, কড়া দাওয়াই পুরসভার

বর্ষার সঙ্গে চতুর্দিকে ডেঙ্গি হচ্ছে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। শহরের প্রতিটি কোণা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছে কলকাতা পুরসভা।

Must read

কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) দৌলতে ময়লা ফেলার সবরকম ব্যবস্থা করে দেওয়া সত্ত্বেও শহরে হঠাৎ করেই একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। কলকাতা পুরসভার ময়লার গাড়ি প্রতিদিন আসা সত্ত্বেও তাতে আবর্জনা ফেলছেন না অনেকেই। তার বদলে দেওয়াল ঘেরা খালি জমিতেই বাড়ির নোংরা আবর্জনা ফেলছে যার ফলে অনেক ক্ষেত্রেই আশেপাশের বাড়ির জন্য ব্যাপারটা খুব সমস্যার হয়ে উঠছে।

আরও পড়ুন-ধর্ষণের শিকার নাবালিকা, হাসপাতালে সন্তানের জন্ম দিয়ে ফের গণধর্ষণ

প্লাস্টিক বেঁধে আবর্জনা ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে জমিতে,হয় রাতের অন্ধকারে বা দিনের আলোতেই। শহরের বেশ কিছু ওয়ার্ডের এমন ঘটনা নিয়ে নালিশ করছেন সেখানের বাসিন্দারা। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। টক টু মেয়র অনুষ্ঠানে এই জাতীয় অভিযোগ আসছে বলেই খবর। শহর যেখানে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে তখন এমন অভিযোগ নতুন করে সমস্যা তৈরি করেছে।

আরও পড়ুন-দেবী মনসা পদ্মাসনা সর্পদেবী

বর্ষার সঙ্গে চতুর্দিকে ডেঙ্গি হচ্ছে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। শহরের প্রতিটি কোণা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছে কলকাতা পুরসভা। অন্যের জমিতে নিজের বাড়ির ময়লা ফেলার অভিযোগ সবক্ষেত্রেই অসন্তোষজনক হয়ে উঠছে। বর্ষাকাল এখন তাই নানা জায়গায় জল জমতে শুরু করেছে। এই সব জমিতে আবর্জনার প্যাকেট ফেলায় জল আটকে যাচ্ছে। এর ফলে মশার উপদ্রব বাড়ছে। বাজে গন্ধ বেরতে শুরু করেছে। এই অবস্থায় এবার কলকাতা পুরসভা মামলা ঠোকার পরিকল্পনা নিতে চলেছে।

আরও পড়ুন-মণিপুর জ্বলছে, সংসদে নির্লজ্জ মস্করা মোদির! তোপ দাগলেন রাহুল

কলকাতা পুরসভা তরফে জানা গিয়েছে, যারা অন্য লোকের জমিতে এভাবে নোংরা ফেলছেন তাদের প্রথমে নোটিশ দেওয়া হবে। তারপরেও কথা না শুনলে সংশ্লিষ্ট নাগরিকরা তাঁদের নামে মিউনিসিপাল কোর্টে মামলা করতে পারবেন। মামলায় অভিযুক্ত প্রমাণিত হলে দিতে হবে মোটা টাকার জরিমানা। প্রথমবার প্লাস্টিকের প্যাকেট ফেললে ২২১ টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার আবর্জনা ফেললে ৩৩১ টাকা জরিমানা ধার্য হয়েছে। আর তৃতীয়বার যদি একই কাজ করা হয় তাহলে ৪৪১ টাকা জরিমানা দিতে হবে সেই অভিযুক্তকে।

Latest article