মণিপুর জ্বলছে, সংসদে নির্লজ্জ মস্করা মোদির! তোপ দাগলেন রাহুল

লোকসভায় ২ ঘণ্টার ভাষণে মাত্র ২ মিনিট ব্যয় করেছেন দেশের প্রধানমন্ত্রী। অথচ সেই ২ মিনিটেও সংসদে দাঁড়িয়ে হাসি-মস্করা করে গিয়েছেন তিনি।

Must read

প্রতিবেদন : লোকসভায় ২ ঘণ্টার ভাষণে মাত্র ২ মিনিট ব্যয় করেছেন দেশের প্রধানমন্ত্রী। অথচ সেই ২ মিনিটেও সংসদে দাঁড়িয়ে হাসি-মস্করা করে গিয়েছেন তিনি। শুক্রবার সাংবাদিক বৈঠকে তা নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বললেন, ৩ মাস ধরে জ্বলছে মণিপুর, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ, শিশুদের খুন করা হচ্ছে। অথচ সংসদে একথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হাসছেন, নির্লজ্জ মস্করা করছেন। এই কাজ প্রধানমন্ত্রীকে শোভা পায় না। প্রধানমন্ত্রী ভুলে গিয়েছিলেন বিষয়টা মণিপুর, কংগ্রেস নয়।

আরও পড়ুন-বাংলার মহিলা বাউলদের একাল-সেকাল

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন রাহুল গান্ধী বলেন, মোদিজি মণিপুরে ভারতকে হত্যা করেছেন। আমার ১৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় মণিপুরে যা দেখেছি, আগে কখনও দেখিনি। আমি সংসদে বলেছিলাম অমিত শাহজি এবং নরেন্দ্র মোদিজি ভারতকে মণিপুরে হত্যা করেছেন। মণিপুর পৌঁছে যখন মেইতেই এলাকায় গিয়েছিলাম, তখন আমাদের পরিষ্কারভাবে বলা হয়েছিল, আপনার নিরাপত্তারক্ষীদের মধ্যে যদি কোনও কুকি থাকে তবে তাকে আনবেন না, আমরা মেরে ফেলব। এবং যখন কুকি এলাকায় যাই, আমাদের বলা হয় মেইতেইকে না আনতে, আমরা তাকে গুলি করব। যেখানেই গিয়েছি, আমার নিরাপত্তার দায়িত্ব থেকে বিভাগ থেকে মেইতেই ও কুকিদের সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ওখানে রাজ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকা একটা রাজ্যের বিষয়ে বলতে গিয়ে মোদি হাসছেন! আসলে আগুন নেভাতে চান না তিনি।

Latest article