প্রতিবেদন : খোদ মোদিরাজ্যেই আত্মঘাতী কৃষক। সরকারি সাফল্যের প্রচারের সময় কৃষকদরদি সাজার চেষ্টা করেন প্রধানমন্ত্রী, অবিজেপি রাজ্যগুলির বিরুদ্ধে মিথ্যাচার চালান, অথচ তাঁর তথাকথিত ডবল ইঞ্জিনের রাজ্য গুজরাতেই (Gujarat) সপরিবারে আত্মঘাতী কৃষক! জানা যাচ্ছে, প্রবল আর্থিক অনটনের চাপে স্ত্রী-পুত্র সহ আত্মহত্যা জুনাগড়ের কৃষকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে বিষ খান গুজরাতের বাসিন্দা ওই কৃষক। বিষয়টি কথা জানাজানি হতেই প্রতিবেশীরা তাঁদের হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে মৃত্যু হয়েছে কৃষক, তাঁর স্ত্রী এবং নাবালক পুত্রের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কৃষককন্যা। আর্থিক অনটনেই কৃষক পরিবারের এই আত্মহত্যার সিদ্ধান্ত বলে প্রাথমিকভাবে উঠে এসেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় বিজেপি সরকারের ‘সবকা বিকাশে’র তত্ত্ব ফের ধাক্কা খেল। পুলিশ সূত্রে খবর, গুজরাতের (Gujarat) জুনাগড়ের বাসিন্দা মৃত কৃষকের নাম বিকাশ দুধাত্রা, বয়স ৫০ বছর। পাশাপাশি মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী হিনা এবং নাবালক পুত্র মননের। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে বন্ধু প্রদীপ সাওয়ালিয়াকে ফোন করে বিষ খাওয়ার কথা জানান বিকাশ। খবর পেয়েই বন্ধুর বাড়িতে ছুটে এসে প্রদীপ দেখেন, বিকাশ, তাঁর স্ত্রী এবং দুই সন্তান অচৈতন্য অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এরপরই তিনি পুলিশে খবর দেন এবং অন্য প্রতিবেশীদের ডেকে চারজনকে হাসপাতালে নিয়ে যান। যদিও চিকিৎসকরা জানান, কন্যা হ্যাপি ছাড়া বাকি সকলের মৃত্যু হয়েছে। কৃষককন্যার অবস্থা এখনও সংকটজনক।
তবে আচমকা কেন এমন ভয়ানক সিদ্ধান্ত নিল কৃষক পরিবার? এর পিছনে আর্থিক অনটনই কি প্রধান কারণ? সরকারি সাফল্যের প্রচারের সময় প্রধানমন্ত্রী দাবি করেন, কৃষকরা ফসলের দাম পাচ্ছেন। কিন্তু বাস্তব অবস্থা কী, বুঝিয়ে দিল গুজরাতের কৃষক আত্মহত্যার ঘটনা।