মহারাষ্ট্রের বিজেপি নেত্রী খুন, ধৃত স্বামী

Must read

প্রতিবেদন : নিখোঁজ বিজেপি নেত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বিজেপির মহারাষ্ট্র ইউনিটের সংখ্যালঘু শাখার প্রধান সানা খান (Sana khan murder case) গত কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে মেয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। জানা গিয়েছে, টাকা লেনদেন নিয়ে দম্পতির মধ্যে অশান্তির জেরে আলাদা থাকতেন অমিত এবং সানা। নাগপুরে বাপের বাড়িতে থাকতেন সানা। এবং মধ্যপ্রদেশের জব্বলপুরে থাকতেন অমিত। শেষবার স্বামীর সঙ্গে দেখা করতে জব্বলপুর গিয়েছিলেন সানা। দু’দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল। সেখান থেকেই নিখোঁজ। অভিযোগের ভিত্তিতে জব্বলপুর এবং নাগপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নিখোঁজ বিজেপি নেত্রী সানার স্বামীকে। পুলিশি তদন্তে অভিযুক্ত স্ত্রীকে খুন করার কথা ফাঁস করেন। জানান, জব্বলপুরে নিজের বাড়িতেই সানাকে (Sana khan murder case) খুন করেছেন তিনি। এরপর বাড়ি থেকে ৪৫ কিলোমিটার দূরে হিরণ নদীতে স্ত্রীর মৃতদেহ ভাসিয়ে দেন।

আরও পড়ুন- ‘আপনি জানেন বাংলা নব জাগরণের পুন্যভূমি, সংস্কৃতির মাটি’ মোদিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Latest article