প্রতিবেদন : নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা মহানগরী জুড়ে। শান্তি-শৃঙ্খলার প্রশ্নে আপসহীন পুলিশ প্রশাসন। স্বাধীনতা দিবসে কড়া নজরদারি পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর। শনিবার থেকেই শহরের ১০০টি পয়েন্টে শুরু হয়ে গিয়েছে নাকা চেকিং। হোটেল, গেস্ট হাউসে পুলিশের চেকিং চলছে। রেড রোডে হবে রাজ্যের বর্ণাঢ্য অনুষ্ঠান। নিরাপত্তা নিশ্চিত করতে রেড রোডকে ভাগ করা হয়েছে ১৩টি জোনে। সেক্টর থাকছে ৮৬টি।
আরও পড়ুন-অসম রাইফেলসের ট্রাক থেকে এবার হল খাবার লুঠ
২০০০ পুলিশ মোতায়েন করা হচ্ছে নিরাপত্তার জন্য ১৭ জন ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকছেন আরও দু’জন ডিসি। ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিক। ৯০ জন ইন্সপেক্টর। সদাসতর্ক থাকবে কুইক রেসপন্স টিম। কোনও ঘটনা ঘটলে যাতে দ্রুত পুলিশ পৌঁছতে পারে সেজন্য কুইক রেসপন্স টিম। থাকছে ৩টি স্যান্ড ব্যাগ মোর্চা, ৪টি স্যান্ড ব্যাগ বাঙ্কার, ১১টি ওয়াচ টাওয়ার, ৬টি পুলিশ সহায়তা কেন্দ্র।
আরও পড়ুন-‘দ্রুত তদন্ত শেষ করতে পারব’, যাদবপুর কাণ্ডে আশাবাদী পুলিশ কমিশনার, রিপোর্ট চাইল ইউজিসি
১৪ অগাস্ট রাত ১০টা থেকে রেড রোড বন্ধ থাকবে। ১৫ অগাস্ট কে পি রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, মেয়ো রোড, ডাফরিন রোড, আউটট্রাম রোড, আর আর অ্যাভিনিউ, কিংস ওয়ে বন্ধ থাকবে। বিকল্প রাস্তা হিসেবে স্যান্ড রোড ও জওহরলাল নেহরু রোড দিয়ে যাতায়াত করতে হবে অনুষ্ঠানের সময়। তবে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধে না হয় সেদিকে নজর রাখছে পুলিশ।