‘‌দ্রুত তদন্ত শেষ করতে পারব’‌, যাদবপুর কাণ্ডে আশাবাদী পুলিশ কমিশনার, রিপোর্ট চাইল ইউজিসি

ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট চাইল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তদন্ত রিপোর্ট দিতে হবে

Must read

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। স্বপ্নদীপ কুণ্ডু মৃত্যু রহস্য খুব দ্রুত সামনে আসবে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানালেন তদন্ত প্রক্রিয়ায়ও দ্রুত শেষ হবে। আজ, রবিবার রেড রোড পরিদর্শনে এসে তিনি জানান, গোটা ঘটনার রিপোর্ট যে লালবাজারের হাতে চলে এসেছে সেটা পরোক্ষে বুঝিয়ে দিলেন তিনি। আজ সকালেই স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে গ্রেফতার হয়েছে আরও দুই পড়ুয়া। সৌরভ চৌধুরীকে যদিও গ্রেফতার করা হয়েছিল। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রেফতার হওয়া দুই পড়ুয়ার নাম দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ।

আরও পড়ুন-স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে ‘ফুল ড্রেস রিহার্সাল’

এবার ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট চাইল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তদন্ত রিপোর্ট দিতে হবে। ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে এবার ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। সোমবারের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-কিশোর বিপ্লবী ও তাঁদের পরিবার

ইউজিসি’‌র নির্দেশের চিঠি পেয়েই সোমবার এই ইস্যুতে বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে, ইউজিসি যে গাইডলাইন নানা সময়ে পাঠায় সেটা কি মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়? এই বছরের এনআইআরএফ র‌্যাঙ্কিংয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেও যাদবপুরের স্থান রয়েছে প্রথমে। দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সার্বিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের স্থান ত্রয়োদশে। ইঞ্জিনিয়ারিং বিভাগে দশম স্থান, ফার্মাসি বিভাগে অষ্টাদশ স্থান এবং গবেষণা ক্ষেত্রে ১৯তম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Latest article