‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বেটি বাঁচাওয়ে খরচ ১২৭০ কোটি! বিজ্ঞাপন ৪০১ কোটি, ডাহা ফেল মোদি
পাহাড় ও নদী
পাহাড় আমার মনের দরজা
সবুজ আমার প্রাণ
আঁকাবাঁকা পথ আমার সরণী
বাতাস ভাঙায় মান।
খেয়ায় মোর নদীর স্রোত
তিথিতে তরণী ধরণী
পদ্মপাতায় আলোর মশাল
শুকতারা মোর জননী।
চিত্রলিপি মোর অঙ্কলিপি
অলঙ্কিত মন-বীথিকা
উলট-পালট চাঁদের হাসি
নদীর কোলাহল গীতিকা।
তরঙ্গের উচ্ছ্বাসে তটিনী প্লাবিত
জ্যোৎস্না প্রদীপের সলতে
মহানন্দা-তিস্তা-তোরসা
আর রঙ্গিত ভালোলাগার কোলেতে।
ভাবনা চেতনার জোছনা স্থলে
সারি সারি বক যাচ্ছে উড়ে
পাহাড়ে নদীতে গা ভাসিয়ে
জীবন দেশ যাচ্ছে ভরে।।