তামিলনাড়ুর কোভালাম ও পুদুচেরির ইডেন বিচ পেল আন্তর্জাতিক স্বীকৃতি। পরিবেশ সবুজায়নের জন্য ফি-বছর এই সার্টিফিকেট দেওয়া হয়। এ বছর পেল এই দুটি। এই নিয়ে ভারতে এরকম সৈকতের সংখ্যা দাঁড়াল দশ। দ্য ফাউন্ডেশন ফর এনভাইরনমেন্ট এডুকেশন, ডেনমার্ক, এই সার্টিফিকেট দেয় সারা পৃথিবী জুড়ে।
আরও পড়ুন-আর্থার জেলে ছেলেকে দেখে আসার পরেই মান্নাত-এ এনসিবি
নতুন দুটি সৈকত সেই স্বীকৃতি আদায়ের পাশাপাশি আগের যে আটটি ভারতীয় সৈকত এই সার্টিফিকেট রিনিউ করতে পারল, সেগুলি হল— শিবরাজপুর-গুজরাত, ঘোগলা-দিউ, কাসারকোর ও পারুবিদরি-কর্ণাটক, কপ্পর-কেরালা, রুশিকোন্ডা-অন্ধ্রপ্রদেশ, গোল্ডেন-ওড়িশা ও রাধানগর-আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ব্লু-ফ্ল্যাগ সার্টিফিকেট সারা পৃথিবী জুড়ে স্বীকৃত বলে আমাদের দেশের পর্যটন মানচিত্রে এ এক আনন্দের খবর। মূলত তিনটি জিনিস দেখা হয় এর জন্য, সমুদ্রে স্নানের উপযুক্ত জলের গুণমান রক্ষা করা হচ্ছে কিনা, সৈকতের পরিবেশ রক্ষিত হচ্ছে কিনা ও সেফট সার্ভিস উন্নতমানের কিনা।