৩৬ বছর বয়সে প্রয়াত ‘গেম অফ থ্রোনস’ (Game of Thrones) অভিনেতা ড্যারেন কেন্ট (Darren Kent)। ‘ডাঞ্জিয়নস এন্ড ড্রাগনস: অনর অ্যামং থিবস’, ‘ইস্ট এন্ডারর্স’-এর মতো সিনেমায় তিনি অভিনয় করেছেন তিনি। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
আরও পড়ুন-হাওয়াই দাবানলে মৃত্যু বেড়ে ১০০, বাইডেনের ‘দায়সারা’ মন্তব্যে বাড়ছে বিতর্ক
ট্যালেন্ট এজেন্সি কেরি ডড অ্যাসোসিয়েটস মঙ্গলবার টুইট করে অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছে।লেখা হয়েছে, ‘গভীর শোক প্রকাশ করে জানাতে চাই, আমাদের প্রিয় বন্ধু এবং ক্লায়েন্ট ড্যারেন কেন্ট শুক্রবার শান্তিপূর্ণভাবে চলে গিয়েছেন’। আরও জানানো হয়েছে, ‘তাঁর বাবা-মা এবং সবচেয়ে ভালো বন্ধু তাঁর পাশে ছিলেন। এই দুঃসময়ে আমাদের চিন্তিত ও ভালোবাসা তাঁর পরিবারের সঙ্গে রয়েছে। আমার বন্ধু RIP’।
আরও পড়ুন-সংসদে সাসপেনশনের প্রতিবাদে আইনি লড়াই?
কেন্ট এসেক্সে জন্মগ্রহণ করেন। সেখানেই বেড়ে উঠেছেন। ২০০৭ সালে স্নাতক হন তিনি। ২০০৮ সালের হরর সিনেমা ‘মিররস’-তার প্রথম প্রধান অভিনয় ছিল। তিনি ‘গেম অফ থ্রোনস’-এর একটি পর্বে ছিলেন। স্লেভার্স বে-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ড্যারেন কেন্ট অভিনয় করেছিলেন। ২০২৩ সালের সিনেমা ‘ডানজিয়নস অ্যান্ড ড্রাগনস: অনার অমং থিভস’-এ একটি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।