লুঙ্গি পরে বজরঙ্গির দৌড়, ‘গো-রক্ষক’-কে ধরল পুলিশ

নুহ পুলিশের তরফে জানানো হয়েছে, গত ৩১ জুলাই যে হিংসা ছড়িয়েছিল, সেই ঘটনায় জড়িত ছিল ফরিদাবাদের বজরঙ্গি ওরফে রাজ কুমার

Must read

বিট্টু বজরঙ্গি এবার ফরিদাবাদে নিজের বাড়ির কাছে লুঙ্গি পরে দৌড়াচ্ছেন। লাঠি ও বন্দুক হাতে পেছনে সাদা পোশাকের পুলিশকর্মী। কিছুক্ষণ পরে দেখা যায় পুলিশ আধিকারিকরা বজরং দলের সদস্য তথা ‘গো-রক্ষক’ বিট্টুর ঘাড় ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ থেকেই এই ভিডিও পাওয়া গিয়েছে। কমপক্ষে, ১৫-২০ জনের পুলিশের একটি দল ছিল। নিখুঁত পরিকল্পনাৃয় বিট্টুকে ধরা হয়েছে, সেটা কার্যত স্পষ্ট।

আরও পড়ুন-মাত্র ৩৬ বছরে প্রয়াত ‘গেম অফ থ্রোনস’ অভিনেতা ড্যারেন কেন্ট

নুহ পুলিশের তরফে জানানো হয়েছে, গত ৩১ জুলাই যে হিংসা ছড়িয়েছিল, সেই ঘটনায় জড়িত ছিল ফরিদাবাদের বজরঙ্গি ওরফে রাজ কুমার। তাকে ধরে ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির একটি দল। অ্যাসিসট্যান্ট পুলিশ সুপার উষা কুণ্ডুর অভিযোগের ভিত্তিতে নুহতে বজরঙ্গি-সহ ১৫-২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। জেরার পর তাকে সরকারিভাবে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আজ, বুধবার তাঁকে গুরুগ্রামের একটি আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন-হাওয়াই দাবানলে মৃত্যু বেড়ে ১০০, বাইডেনের ‘দায়সারা’ মন্তব্যে বাড়ছে বিতর্ক

পুলিশ এই মর্মে জানিয়েছে, গো-রক্ষক বজরং দলের সভাপতি-সহ কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৮ ধারা-সহ (দাঙ্গা), ১৪৯ ধারা (বেআইনি জমায়েত), ৩৩২ ধারা (আঘাত করা), ৩৫৩ ধারা, ১৮৬ ধারা (সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া), ৩৯৫ ধারা, ৩৯৭ ধারা (সশস্ত্র ডাকাতি) ও ৫০৭ ধারা (অপরাধমূলক পরিকল্পনা)-সহ অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বাকিদেরও খুব তাড়াতাড়ি গ্রেফতারির চেষ্টা চলছে। নজরদারি চলছে সোশ্যাল মিডিয়ায়।

Latest article