বদলে গেল নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইবেরেরির নাম

গত জুন মাসের মাঝে কেন্দ্রের তরফে একটি বৈঠকে নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম বদল করার প্রস্তাব দেওয়া হয়।

Must read

কিছুদিন পর পর উঠছে নাম বিতর্ক। এবার নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইবেরেরির (Nehru Memorial Museum and Library) নাম বদলে দেওয়া হল। কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই মিউজিয়ামের নাম বদলে রাখা হল প্রাইম মিনিস্টার’স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোস্যাইটি (Prime Ministers’ Museum and Library Society)। এ দিন নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির এগজেকিউটিভ কাউন্সিলের চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র এই নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন। ৭৭তম স্বাধীনতা দিবসেই কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয়।

আরও পড়ুন-লুঙ্গি পরে বজরঙ্গির দৌড়, ‘গো-রক্ষক’-কে ধরল পুলিশ

প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির এগজেকিউটিভ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান টুইট করে বলেন, ‘নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি এবার থেকে প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোস্যাইটি নামে পরিচিত হবে। ১৪ অগস্ট থেকে এই নাম কার্যকর হয়েছে।’

আরও পড়ুন-মাত্র ৩৬ বছরে প্রয়াত ‘গেম অফ থ্রোনস’ অভিনেতা ড্যারেন কেন্ট

গত জুন মাসের মাঝে কেন্দ্রের তরফে একটি বৈঠকে নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম বদল করার প্রস্তাব দেওয়া হয়। সোস্যাইটির ভাইস প্রেসিডেন্ট তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকের সভাপতিত্ব করেছিলেন। কয়েক দিন আগেই কেন্দ্রের তরফে নাম পরিবর্তনের প্রস্তাবে শেষ সিলমোহর দেওয়া হয়। ১৪ অগস্ট নাম পরিবর্তন করা হয়।

আরও পড়ুন-হাওয়াই দাবানলে মৃত্যু বেড়ে ১০০, বাইডেনের ‘দায়সারা’ মন্তব্যে বাড়ছে বিতর্ক

নাম পরিবর্তন নিয়ে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ টুইট করে বলেন, ‘আজ থেকে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নতুন নাম পেল। বিশ্বখ্যাত নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম বদলে প্রাইম মিনিস্টারস মোমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি করা হল। মাননীয় মোদীর অনেক ভয় রয়েছে, নিরাপত্তাহীনতায় ভোগেন বিশেষ করে আমাদের প্রথম ও সবথেকে দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে। নেহেরু ও তাঁর উত্তরাধিকারীদের অপমান করার কোনও সুযোগ ছাড়েননি। এন সরিয়ে পি বসিয়ে দিয়েছেন। এই পি-এর অর্থ হল সংকীর্ণ মানসিকতা ও অবজ্ঞা।’

Latest article