Jadavpur University: আজ যাদবপুরের রেজিস্ট্রার-ডিনকে লালবাজারে তলব

প্রসঙ্গত, মৃত্যুর তদন্তে নেমে সৌরভ চৌধুরী-সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৩ জন প্রাক্তনী এবং ৩ জন পড়ুয়া।

Must read

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মৃত্যু-কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে লালবাজারে তলব করা হল । আজ দুপুরেই কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে তাকে ডেকে পাঠান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিন-কেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন-বদলে গেল নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইবেরেরির নাম

ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ে এসেই হাউহাউ করে কেঁদেছিলেন তিনি। সেই রেজিস্টারের দিকে ‘আঙুল’ যাদবপুরের অধ্যাপক সংগঠনের। বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের কয়েকজনকে রেজিস্ট্রারের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের সংগঠন বা জুটা গোটা ঘটনায় রেজিস্ট্রারের ভূমিকাকে ‘অসংবেদনশীল’ বলেও উল্লেখ করেছে। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ বলে জুটার বৈঠকে জানানো হয়।

আরও পড়ুন-লুঙ্গি পরে বজরঙ্গির দৌড়, ‘গো-রক্ষক’-কে ধরল পুলিশ

প্রসঙ্গত, মৃত্যুর তদন্তে নেমে সৌরভ চৌধুরী-সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৩ জন প্রাক্তনী এবং ৩ জন পড়ুয়া। জম্মু-কাশ্মীরের বাসিন্দা মহম্মদ আরিফ, উত্তর ২৪ পরগণার কাদিহাটির অঙ্কন সরকার, আসানসোলের মহম্মদ আসিফ আনসারি, সদ্য প্রাক্তনী কুলতলির অসিত সরদার, সদ্য প্রাক্তনী সুন্দরবনের মাধবপুরের সুমন নস্করকে গ্রেফতার করা হয়েছে। জেরার ফলে পুলিশ জানতে পারে, মৃত পড়ুয়ার মৃত্যুর সময়ে ঘটনাস্থলে মহম্মদ আরিফ এবং ২০২৩-এ সংস্কৃত বিভাগ থেকে পাস আউট অসিত উপস্থিত ছিল।

Latest article