Uttarakhand: প্রকৃতির ক্ষোভে দেবভূমি, ভেঙে পড়ল ব্রিজ

নেপাল থেকে আসা এক তীর্থযাত্রীর মৃত্যু হয়। নিখোঁজ হয়ে যান আরেকজন। এরপর দুদিনের জন্য চারধাম যাত্রা বন্ধ রাখা হয়।

Must read

প্রকৃতির ক্ষোভ দেবভূমি।ভারী বৃষ্টির চলছেই আর তার ফলে ভাসছে উত্তরাখণ্ড (Uttarakhand)। জোশীমঠের পর এবার প্রকৃতির কোপে রুদ্রপ্রয়াগে (Rudraprayag)। মঙ্গলবার রুদ্রপ্রয়াগের বানতোলিতে ভেঙে পড়ল একটি ব্রিজ (Bridge Collapse)। হতাহতের কোনও খবর নেই কিন্তু এর ফলে বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা আটকে পড়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন-Jadavpur University: আজ যাদবপুরের রেজিস্ট্রার-ডিনকে লালবাজারে তলব

লাগাতার বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগের বানতোলি মধু গঙ্গা নদীর উপরে তৈরি ব্রিজ ভেঙে পড়ে। ওই সেতু মন্দিরে যাওয়ার রাস্তা। সেতু ভেঙে পড়েছে এর জেরে বহু পর্যটক মন্দিরে আটকে রয়েছেন। যারা কেদারনাথে যাচ্ছিলেন, তারাও আটকে আছেন। কমপক্ষে ২০০ জন পর্যটক এখনও আটকে রয়েছেন। এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা হয়নি।

আরও পড়ুন-বদলে গেল নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইবেরেরির নাম

ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। কিন্তু বৃষ্টি থামছে না তাই উদ্ধারকাজে সময় লাগছে। সেতুটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় দড়ির সাহায্যে ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন-লুঙ্গি পরে বজরঙ্গির দৌড়, ‘গো-রক্ষক’-কে ধরল পুলিশ

লাগাতার বৃষ্টি ও ধসের ফলে উত্তরাখণ্ডে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, নিখোঁজ হয়ে গিয়েছেন অনেকে। বেশ কয়েকটি জাতীয় সড়ক, ছোট-বড় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবার কেদারনাথ ট্রেক রুটে, রুদ্রপ্রয়াগ জেলার লিনচোলিতে ধস নেমেছে। কমপক্ষে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। নেপাল থেকে আসা এক তীর্থযাত্রীর মৃত্যু হয়। নিখোঁজ হয়ে যান আরেকজন। এরপর দুদিনের জন্য চারধাম যাত্রা বন্ধ রাখা হয়।

Latest article