মহামেডান ক্লাবকে ৬০ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

খেলা হবে দিবসে মহামেডান ক্লাবের (Mohammedan SC) নতুন টেন্টের উদ্বোধনে গিয়ে ৬০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ক্লাব সমর্থকদের কাছে আবেদন জানালেন, প্রত্যেকে যেন অন্তত ১ টাকা করে ক্লাবকে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, মহামেডানের যত সমর্থক আছেন, তাতে এই টাকাতেই তাদের ভাঁড়ার ভরে উঠবে। বুধবার মুখ্যমন্ত্রী জানান তিনি চাইছেন আগামী দিনে আইএসএল খেলুক মহামেডান স্পোটিং ক্লাব।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, খেলা ও সঙ্গীত তাঁর পছন্দের বিষয়ে। বাংলার প্রধান ৩ দল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবকে সম্মান জানিয়ে বঙ্গভূষণ সম্মান দিয়েছেন তিনি। দিয়েছেন অনুদানও। এর পরেই আইসিএলের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহামেডান কেন খেলতে পারবে না! আমি দেখতে চাই আগামী মহামেডানও আইএসএল খেলবে। বাংলার টিম ISL চ্যাম্পিয়ন হবে। এই প্রসঙ্গে IPL-এ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের পর পর ৩বার চ্যাম্পিয়ন হওয়ার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন: বদলে গেল নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইবেরেরির নাম

মুখ্যমন্ত্রী বলেন, মোহনবাগান আইএসএল খেলছে। ইস্টবেঙ্গলও খেলেছে। তবে, তাদের দলটা দুর্বল। পরের বার আরও ভালো দল নিয়ে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথার পরেই, লাল-হলুদ সমর্থকরা বলে ওঠেন, আমরা মোহনবাগানকে হারিয়েছি। হেসে ফেলেন মুখ্যমন্ত্রী। বলেন, সেটা হারালেও দল শক্তিশালী করতে হবে। এর পরেই রাজ্যের ৪ মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, মনোজ তিওয়ারিকে উদ্দেশ্য করে বলেন, কী মহামেডান আইএসএল খেলবে? সবাই সমস্বরে সম্মতি জানান। এরপরই সমর্থকদের থেকে চাঁদা তুলে ক্লাবকে চাঙ্গা করার কথা বলে মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, মহামেডানের যত সমর্থক আছেন, প্রত্যেকে যদি অন্তত ১ টাকা করে ক্লাবকে দেন, তাহলেই তাদের ভাণ্ডার ভরে উঠবে। মহামেডান ক্লাবের উন্নয়নে ৬০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সদস্য-সমর্থকদের হাতহাতিতে ফেটে পড়ে মহামেডান (Mohammedan SC) তাঁবু।

Latest article