দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-৩৭০ ধারা শুনানি: রাম ও রঘুবংশ প্রসঙ্গ সুপ্রিম কোর্টে

জঙ্গল

নীরবে নির্জনে
এলেম অরণ্য নিকেতনে।
শাল পিয়ালের বনে
পারুল নাচে মনে৷
দু’পাশে গাছের সারি
মাঝখানে দিয়ে চলে গাড়ি।
আমার সারথি পবন
আর পথের সাথি বন।
সূর্য তখন গাছের আড়ালে
আমরা রয়েছি ডালে-আবডালে।
পৌঁছলাম এসে চাপড়ামারি
হাতি সাথিদের ছড়াছড়ি।
ছোট্ট দিঘিতে জল
হাতির পদধ্বনিতে করে টলমল।
গন্ডার আর বাইসন
অরণ্য মাতার প্রাণমন।
চারিদিকে পাখির কিচির মিচির।
মনে হয় গড়ি সবুজ প্রাচীর।
চালসা, বানারহাট, চাপড়ামারি
মনে হয় রোজ উঁকি মারি।
গরুমারা আর ধূপঝোরা
ওখানে পাই বর্ষণের সাড়া।
পাহাড়ের রাস্তায় সুকনা
জঙ্গলে নদীর আয়না।
চোখের পলকে যতই দেখি
হৃদয়ে করে শুধু উঁকিঝুঁকি।
সাধ যেন মেটে না
ফিরে আসতে মন চায় না।।

Latest article