৩৭০ ধারা শুনানি: রাম ও রঘুবংশ প্রসঙ্গ সুপ্রিম কোর্টে

Must read

প্রতিবেদন : জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতায় মামলা চলছে শীর্ষ আদালতে (Supreme Court- Article 370)। বুধবার সেই মামলার শুনানিতে উপস্থিত হয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি। আদালত থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতায় ভগবান শ্রী রামের প্রসঙ্গ তুলতে দেখা গেল তাঁকে। একইসঙ্গে তিনি জানালেন, সংখ্যাগরিষ্ঠতাবাদের ভিত্তিতে দেশ চলতে পারে না। এই দেশ সংবিধানের ভিত্তিতে চলবে।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেহবুবা ভগবান রাম এবং তাঁর রঘুবংশের কথা উল্লেখ করে বলেন, ‘‘দেশের সুপ্রিম কোর্টের উপর আমাদের অগাধ আস্থা রয়েছে। আমি তাদের কাছে আবেদন জানাতে চাই হিন্দু পুরাণে ভগবান রামের সঙ্গে সম্পর্কিত রঘুবংশ এই নীতিতে বিশ্বাস করেছিল যে, আপনি কখনওই আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। এর জন্য প্রাণ হারাতে হলেও না।” এরপরই তিনি জানান, ৩৭০ ধারা (Supreme Court- Article 370) বাতিলের বিষয়টি ১৯৪৭ সালে ভারতের জনগণ এবং কাশ্মীরের আদি বাসিন্দাদের প্রতিশ্রুতির সঙ্গে সম্পর্কিত। মেহবুবা মুফতি বলেন, আমি খুশি যে সুপ্রিম কোর্ট এটির (৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে পিটিশন) শুনানি করছে। এটা শুধু আইনি সমস্যা নয়। এটি জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য একটি আবেগের বিষয়। জম্মু ও কাশ্মীরের জনগণের কণ্ঠস্বর হওয়ার জন্য আমরা আইনজীবীদের কাছেও কৃতজ্ঞ। মেহবুবা আরও বলেন, শীর্ষ আদালতে শুনানিতে যেসব যুক্তি পেশ হয়েছে তাতে ক্ষমতাশালী বিজেপির মুখোশ টেনে খুলে দিয়েছে। কীভাবে সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে ভারতীয় সংবিধানকে ধ্বংস করেছে। তারা জম্মু ও কাশ্মীরের জনগণের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে। বর্তমানে আমাদের পূর্বপুরুষদের ‘আইডিয়া অফ ইন্ডিয়া’র বিচার চলছে।

আরও পড়ুন- নেহরুর নামে এত ভয় মোদির! স্বাধীনতা দিবসে মোছা হল নাম

Latest article