প্রতিবেদন : সম্প্রতি মহারাষ্ট্রে আয়োজিত ১১তম জাতীয় পিনাক সিলেট চ্যাম্পিয়নশিপে তুঙ্গাল, ফাইট ও গান্ডা– এই তিন বিভাগে সোনা-রুপো-ব্রোঞ্জ পেলেন বাংলার রাজা দাস, আকিব মাসুদ এবং নাজিন আহমেদ। গোটা দেশের মোট ৩৭টি রাজ্যের প্রতিযোগীরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। বাংলা থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন ২২ জন।
আরও পড়ুন-পাক ক্রিকেটে ভিডিও-বিভ্রাট
তুঙ্গালে সোনা জেতেন রাজা। ফাইটে রুপো পান আকিব এবং গান্ডায় ব্রোঞ্জ নাজিনের। এই সাফল্যে উচ্ছ্বসিত বাংলার পিনাক সিলেট দলের কর্তা অভিজিৎ বাসু। তিনি জানিয়েছেন, অনেক শুভেচ্ছা রাজা,আকিব, নাজিনদের। আমাদের সাহায্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যারয়। অনেক সাহায্য করেছেন বাংলার পিনাক সিলেটের জেনারেল সেক্রেটারি সুনীল সিং। আমাদের লক্ষ্য আরও ভাল ফল করা। এরপর দেশের জন্যও পদক নিয়ে আসা। আমরা চাই আমাদের অনুশীলন পরিকাঠামো আরও উন্নত হোক। মুখ্যমন্ত্রীর কাছে এর জন্য সাহায্য চাইব।