পাক ক্রিকেটে ভিডিও-বিভ্রাট

১৬ অগাস্টের পোস্টে আক্রমের নামগন্ধ ছিল না। যা দেখে হইচই শুরু হয়। এই ভিডিওগুলি ছিল পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে।

Must read

লাহোর, ১৭ অগাস্ট : ভিডিও-কাণ্ডে তোলপাড় পাক ক্রিকেট। তোলপাড় কোনও ক্রিকেটীয় ঘটনায় নয়। ভিডিওয় দুই প্রাক্তন অধিনায়কের থাকা না থাকা নিয়ে! সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি ভিডিও প্রকাশ করলে দেখা যায় তাতে ৯৬-এর কাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান নেই। যিনি আবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীও বটে।

আরও পড়ুন-উয়েফা সুপার কাপ ম্যাঞ্চেস্টার সিটির

ইমরানের না থাকার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন ‘সুলতান অফ সুইং’ ওয়াসিম আক্রম। যিনি ইমরানের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। এরপর পিসিবি একটি সংশোধিত ভিডিও পোস্ট করে। সেখানে আক্রমকেই বাদ দিয়ে দেওয়া হয়! ১৪ অগাস্টের ভিডিওতে ইমরান না থাকলেও আক্রমের চারটি অংশ ছিল। ১৬ অগাস্টের পোস্টে আক্রমের নামগন্ধ ছিল না। যা দেখে হইচই শুরু হয়। এই ভিডিওগুলি ছিল পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে। অতঃপর গত ১২টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে অবশ্য আক্রমকে ভালভাবেই দেখা গিয়েছে। নতুন ভিডিওয় ইমরানকেও কাপ হাতে তুলতে দেখা গিয়েছে।

Latest article