প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একের পর এক মিথ্যাচার বা ‘জুমলা’ নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষে সরব হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে ৭৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে দেওয়া মোদির ভাষণকেই হাতিয়ার করে পাল্টা আক্রমণ শানানো হল। ওইদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ভারত এখন ৬-জি’র জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ৬-জি হল ৫-জি’র চেয়ে ১০০ গুণ দ্রুতগতির। সাফল্যের ঢাক পেটাতে এই ঘোষণা করেন মোদি।
আরও পড়ুন-এমএলএ হস্টেলে নয়া ক্যান্টিন
তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, এটাও নরেন্দ্র মোদি সরকারের আরেকটি জুমলা। মোদির ৬-জি’র আসল অর্থ হল: গোদি মিডিয়া (পক্ষপাতদুষ্ট সংবাদমাধ্যম), গরিবি (দারিদ্র), ঘোটালা (দুর্নীতি), ঘমন্ড (অহংকার), গলতি (ভুল) এবং গায়েব হোনা (যেভাবে তিনি সংসদে দিনের পর দিন অনুপস্থিত থাকেন)। দলের শ্লেষ, সম্ভবত এই ৬-জি’র কথাই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী।