এমএলএ হস্টেলে নয়া ক্যান্টিন

স্পিকারের এমন উদ্যোগে উচ্ছ্বসিত বিধায়করা। এরপরই সমস্ত দিক বিবেচনা করে নতুন ক্যাটারার নিয়োগ করার নির্দেশ দেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : লক্ষ্য এমএলএ হস্টেলের ক্যান্টিনের খাবারের মান আরও উন্নত করা। বৃহস্পতিবার বিকেলে সেই লক্ষ্যেই নতুন ক্যান্টিনের উদ্বোধন করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নতুন এই ক্যান্টিনের দায়িত্বে থাকবে শহরের একটি প্রসিদ্ধ ক্যাটারিং সংস্থা। এমএলএ হস্টেলের এই নয়া ক্যান্টিন বেলা দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। একসঙ্গে ৫০ জন ওই ক্যান্টিনে বসে খাওয়া-দাওয়া করতে পারবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-মৃত্যু ও ধ্বংসের উপত্যকা, প্রধানমন্ত্রীকে চিঠিতে ক্ষোভ ১০ কুকি-জো বিধায়কের

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় সহ বিশিষ্টরা। এদিন স্পিকার বলেন, আগে থেকেই বিধায়কদের হস্টেলের খাবারের মান নিয়ে একাধিক প্রশ্ন ছিল। তাঁরা বারবার দাবি জানিয়ে আসছিলেন কোনও ভাল ক্যাটারিং সংস্থার হাতে ক্যান্টিনের ভার তুলে দেওয়া হোক। আর সেই পথে হেঁটেই এবারে প্রসিদ্ধ সংস্থার হাতে তুলে দেওয়া হল ক্যান্টিনের দায়িত্ব। স্পিকারের এমন উদ্যোগে উচ্ছ্বসিত বিধায়করা। এরপরই সমস্ত দিক বিবেচনা করে নতুন ক্যাটারার নিয়োগ করার নির্দেশ দেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Latest article