ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের আগেই বদলি বিডিও শঙ্খদীপ দাস। বৃহস্পতিবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শঙ্খদীপের পরিবর্তে ধূপগুড়ির নতুন বিডিও-র পদে আনা হল জয়ন্ত রায়কে (Jayanta Roy)। জলপাইগুড়ি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেকটর পদে বসবেন শঙ্খদীপ দাস।
পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যালট পেপার বা ব্যালট বাক্স উদ্ধারের ঘটনা ঘটে। মানুষের রায়ে নিজেদের পরাজয় মেনে না নিতে পেরে প্রচারের আলোয় আসতে নানান অভিযোগ তোলেন বিরোধীরা। পরাজয় মেনে নিতে না পেরে নিজেদের করা বেআইনি কার্যকলাপ ঢাকতে মামলা করে হাইকোর্টেও। এই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ধূপগুড়ির বিডিওকেও হাজিরা দিতে হয় হাইকোর্টে। তাই ধূপগুড়ি উপনির্বাচনে বিরোধীরা যাতে বিডিওকে সামনে রেখে কোনও ভুয়ো’ অভিযোগ না আনতে পারে, সেই কারণে পদক্ষেপ নিল নবান্ন। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ৮ সেপ্টেম্বর ফলপ্রকাশ।
আরও পড়ুন- ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রাজ্যের, ক্ষুব্ধ ইউজিসি, মৃত্যুর পর ঘুম ভাঙল রেজিস্ট্রারের