ধূপগুড়ি উপনির্বাচনে প্রচারে তৃণমূলের তারকা প্রচারক দলনেত্রী, অভিষেক-সহ ৩৭ জন

Must read

আগামী ৫ সেপ্টেম্বর বাংলার ধূপগুড়ি (Dhupguri Bye Election) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই লক্ষ্যে প্রচারে তৃণমূল কংগ্রেস। শুক্রবার ধূপগুড়ি কেন্দ্র তারকা প্রচারকদের নামের তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল। দলের প্রচারে যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও তালিকায় থাকা আরও ৩৫ জন তারকা প্রচারকরা হলেন, দলের সভাপতি সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, মহুয়া মৈত্র, গুলাম রব্বানি, দেব অধিকারী, মিমি চক্রবর্তী, সত্যজিৎ বর্মন, পার্থ ভৌমিক, জ্যোৎস্না মান্ডি, বিরবাহা হাঁসদা, অদিতি মুন্সি, সায়নী ঘোষ, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শান্তনু সেন, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মনোজ তিওয়ারি, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, জুন মালিয়া, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য, মোশারফ হোসেন, সৌমেন রায় এবং সুদীপ রাহা।

আরও পড়ুন: ধূপগুড়ির নতুন বিডিও জয়ন্ত রায়

ধূপগুড়ি উপনির্বাচন (Dhupguri Bye Election) কেন্দ্রে অধ্যাপক নির্মলচন্দ্র রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। উল্লেখ্য, গত ২৫ জুলাই প্রয়াত হন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। এই কারণে ওই আসনটি বিধায়কশূন্য হয়ে পড়েছিল। উপনির্বাচন ঘিরে সেখানেই এবার বাড়ল রাজনৈতিক উত্তাপ।

Latest article