প্রতিবেদন : এবার আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ নির্ধারণ কমিটি’ তৈরি করে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এ বিষয়ে শুক্রবার প্রাথমিক আলোচনাও হয়ে গেল বিধানসভায়। সোমবার আবারও আলোচনা হওয়ার কথা। ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের জন্য রাজ্যপালের বিরুদ্ধে চলতি অধিবেশনে ১৮৫ ধারায় প্রস্তাব আনবে সরকারপক্ষ। অধ্যক্ষের আমন্ত্রণে শুক্রবার বৈঠকে বসেছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, শিউলি সাহারা। আলোচনায় তিনটি বিকল্প দিনের কথা এসেছে। ব্রাত্যর পরামর্শ, ১ বৈশাখ বাংলা বছর শুরুর প্রথম দিন হোক পশ্চিমবঙ্গ দিবস। ফিরহাদ ২৮ মে তারিখটি উল্লেখ করেছেন। রাজ্যের নাম ‘বঙ্গ’ বা ‘বাংলা’ হিসাবে তুলে ধরে বিধানসভায় প্রস্তাব আনা হয়েছিল ওই তারিখে। শিউলি সাহার আবার প্রস্তাব, দিনটি হোক ১৫ অগাস্ট। স্পিকার (Biman Banerjee) যে কমিটি গঠন করেছেন, তার আজ প্রথম বৈঠক ছিল। বৈঠকে বেশ কয়েকটি তারিখ উঠে আসে। ১ বৈশাখকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার পক্ষে সওয়াল করেন কেউ। ২৮ মে-কে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালনের পক্ষে সওয়াল করেন। ১৫ অগাস্টকে পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করা হোক বলে দাবি ওঠে। কমিটির সদস্য মনোজ টিগ্গা বৈঠকে আসেননি। আগামী ২১ তারিখ এই কমিটির দ্বিতীয় বৈঠক।
আরও পড়ুন: উন্নয়নের নামে অবৈজ্ঞানিকভাবে পাহাড় কাটা! প্রাকৃতিক বিপর্যয়ে হিমাচলে ক্ষতি ১০ হাজার কোটি, মৃত ৭৮