প্রতিবেদন : পাঠচক্রের পর এবার ডালহৌসি। আরও একটা ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ডায়মন্ড হারবার (DHFC- Dalhousie)। শুক্রবার বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে ডালহৌসিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে তিন পয়েন্ট ঘরে তুলল কিবু ভিকুনার দল। বাড়তি পাওয়া, এই জয়ের সুবাদে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ‘এ’ গ্রুপের শীর্ষ স্থান ফের দখল করল ডায়মন্ড হারবার।
তবে ম্যাচটা আরও বড় ব্যবধানে জিততে পারত কিবুর দল। কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া করলেন ডায়মন্ড হারবারের (DHFC- Dalhousie) ফুটবলাররা। এর মধ্যে রয়েছে পেনাল্টি মিসও! শুরু থেকেই দাপট দেখিয়ে ১৩ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার। গোল করেন জেকব। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে তুহিন শিকদার ২-০ করেন। এই ম্যাচেও দুর্দান্ত ফুটবল খেলেছেন তুহিন। লিগ যত এগোচ্ছে, ততই ধারালো দেখাচ্ছে কিবুর এই শিষ্যকে।
দ্বিতীয়ার্ধেও ডায়মন্ড হারবারের দাপট বজায় ছিল। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করার জন্য ব্যবধান বাড়ছিল না। এরই মধ্যে পেনাল্টি মিস করেন জেরি। অবশেষে ৮৩ মিনিটে রাহুল পাসোয়ানের গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে ডায়মন্ড হারবার। জ্বরের জন্য আগের দুটো ম্যাচ খেলতে পারেননি রাহুল। নিজের সেরা স্ট্রাইকারকে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামিয়েছিলেন কিবু। গোল করে কোচের আস্থার মান রাখলেন রাহুল।
দলের খেলায় সন্তুষ্ট হলেও যেভাবে প্রতি ম্যাচেই প্রচুর সুযোগ নষ্ট হচ্ছে, তা নিয়ে চিন্তায় কিবু। ডায়মন্ড হারবার কোচ বলছেন, তিন পয়েন্ট পাওয়াটা খুব জরুরি ছিল। সেটা পেয়েছি বলে খুশি। কিন্তু এত সুযোগ নষ্ট করার প্রবণতা চিন্তায় রাখছে। এখানে আমাদের দ্রুত উন্নতি করতে হবে। গ্রুপের আর দু’টি ম্যাচ বাকি রয়েছে ডায়মন্ড হারবারের। মোহনবাগান এবং টালিগঞ্জ অগ্রগামী। সব কিছু ঠিক থাকলে পরের ম্যাচটাই মোহনবাগানের বিরুদ্ধে। কিবু তাই বলছেন, আত্মতুষ্টির প্রশ্নই ওঠে না। হাতে এখনও দুটো ম্যাচ রয়েছে। ওই দুটো ম্যাচ জিতে সুপার সিক্স খেলাই লক্ষ্য।
আরও পড়ুন-বৃষ্টির ম্যাচে জিতল ভারত, সাড়া জাগিয়ে বুমরার প্রত্যাবর্তন