দুবাই, ২১ অক্টোবর : এবারের টি-২০ বিশ্বকাপ ভারত জিতলে মোটেই অবাক হবেন না স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হারের পর পরিষ্কার জানিয়ে দিলেন তিনি। মঙ্গলবারের ম্যাচে অস্ট্রেলিয়াকে হেলায় ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে একা কুম্ভের মতো লড়াই করে ৪৮ বলে ৫৭ রান করেন স্মিথ।
আরও পড়ুন-পাকিস্তান নিয়ে ভাবছি না: বিরাট
প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ম্যাচের পর কোনও রাখঢাক না করেই বলেন, ‘‘ভারত দুর্দান্ত দল। ওদের হাতে সব ধরনের অস্ত্র রয়েছে। বেশ কয়েকজন ম্যাচ উইনার এই ভারতীয় দলের সম্পদ।’’ স্মিথের বাড়তি সংযোজন, ‘‘আইপিএলের জন্য গত কয়েকটা মাস ধরে ওরা আমিরশাহিতেই রয়েছে। এখানকার উইকেটের চরিত্র এবং পরিবেশের সঙ্গে দিব্যি মানিয়ে নিয়েছে। এটাও ওদের বাড়তি সুবিধে।’’
অস্ট্রেলিয়াও কাপ জয়ের স্বপ্ন নিয়ে মরুদেশে পা রেখেছে। তবে প্রতিযোগিতা শুরুর আগে টপ অর্ডারের খারাপ ফর্ম কিছুটা হলেও চিন্তায় রাখছে ক্যাঙারু বাহিনীকে। অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার দু’টি প্রস্তুতি ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ। ভারতের বিরুদ্ধে রান পাননি অধিনায়ক অ্যারন ফিঞ্চও। তবে বিশ্বকাপের আগে নিজের ফর্ম নিয়ে সন্তুষ্ট স্মিথ। তিনি বলেন, ‘‘মনে হচ্ছে ছন্দে রয়েছি। কারণ ব্যাটে-বলে ভালই হচ্ছে। আইপিএলে আমি খুব বেশি ম্যাচ না খেললেও, নিয়মিত নেটে ব্যাটিং করেছি। তাই পরিস্থি্তির সঙ্গে অনেকটাই মানিয়ে নিতে পেরেছি।’’ একই সঙ্গে অস্ট্রেলিয়াকেও কাপ জয়ের অন্যতম দাবিদার বলছেন স্মিথ।