চারে নেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড

Must read

দুবাই, ২১ অক্টোবর : টি-২০ বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টকে বেছে নিলেন নাসের হুসেন ও মাইকেল আথারটন। তাঁদের বেছে নেওয়া এই চারটি দল হল ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এর অর্থ, এই দুই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের বিচারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মরুদেশে টি-২০ বিশ্বকাপে কোনও সম্ভাবনা নেই। নেই দক্ষিণ আফ্রিকারও।
প্রায় এক সপ্তাহ ধরে বাছাই পর্বের খেলা হওয়ার পর শনিবার টুর্নামেন্টের মূল পর্বের খেলা শুরু হচ্ছে। প্রথম দিন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অন্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ খেলবে ইংল্যান্ডের সঙ্গে। গ্রুপ ‘এ’-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্বে খেলে আসা দুটি দল। গ্রুপ ‘বি’-তে আছে আফগানিস্তান, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বে খেলে উঠে আসা দুটি দল।

আরও পড়ুন-রোহিতরা কাপ জিতলে অবাক হবেন না স্মিথ

নাসের ও আথারটন মেনে নিয়েছেন, ২০০৭-এর চ্যাম্পিয়ন ভারত এবারও অন্যদের থেকে এগিয়ে। তবে নাসের একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘‘ভারত ফেভারিট। কিন্তু ওদের ক্লিয়ার ফেভারিট বলব না এই ফরম্যাটের জন্য। এখানে যা খুশি হতে পারে। ছোট ফরম্যাটের ক্রিকেটে একা কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই কেউ একজন ভারতের জয়ের পথে অন্তরায় হতেই পারে। কাগজে-কলমে ভারতই সবার থেকে এগিয়ে। কিন্তু এই ফরম্যাটে নিশ্চিত করে কিছু বলা যায় না।” নাসের বলেছেন, তিনি ২০১৯-এ ইওন মর্গ্যানের দল সম্পর্কে যতটা আশাবাদী ছিলেন, এবার তা হতে পারছেন না।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে আথারটন বলেছেন, তাঁদের দলে কয়েকজন স্পেশালিস্ট টি-২০ তারকা রয়েছেন। বিশেষ করে গেইল, ব্র্যাভো ও পোলার্ড। এঁরা অনেকদিন ধরেই টি-২০ ক্রিকেটের হিরো। আথারটনের বক্তব্য হল, গ্রুপ ১ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ ২ থেকে ভারত ও পাকিস্তান শেষ চারে যেতে পারে। তারপর যা খুশি হতে পারে।

Latest article