করোনার (Corona) আতঙ্ক কাটিয়ে একটু ধাতস্থ হচ্ছে গোটা পৃথিবী। হঠাৎ করেই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন সংস্করণ। ফের নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে আমেরিকা (America), ইজরায়েল (Israel), এবং ডেনমার্কে (Denmark)। বিজ্ঞানীরা এই নতুন ভ্যারিয়েন্টের নাম দিয়েছেন ‘বিএ.২.৮৬’। শুক্রবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO) এবং মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের থেকে এই বিষয়ে জানানো হয়েছে এই ভ্যারিয়েন্টের উপরে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-মধ্যপ্রদেশে ১২০০ গাড়ির কনভয় নিয়ে বিজেপি থেকে কংগ্রেসে যোগ
হু মনে করছে এই নতুন ভ্যারিয়েন্টের ভাইরাস বহনকারী স্পাইক জিন মিউটেশনের সংখ্যা ৩০ টিরও বেশি। যদিও ‘বিএ.২.৮৬’ কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা এখনই কিছু বলা যাচ্ছে না। বিজ্ঞানীরা অনুমান করেছেন বিগত ভ্যারিয়েন্টগুলির থেকে এই নতুন ভ্যারিয়েন্টটির সংক্রমক এবং মারণ ক্ষমতা বেশি। ‘বিএ.২.৮৬’ ভ্যারিয়েন্টটির উপর নজর রাখছেন তারা। খুব বেশি না হলেও ইজরায়েল, ডেনমার্ক ও আমেরিকার কয়েকটি জায়গা থেকে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে সেই দেশগুলোকে।
আরও পড়ুন-বিজেপির মহারাষ্ট্রে ৩ দিনে ৫ কৃষক আত্মঘাতী!
শেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৭ জুলাই থেকে ১৩ আগস্টের পর্যন্ত, ১.৪ মিলিয়নেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত। ২,৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।