মধ্যপ্রদেশে ১২০০ গাড়ির কনভয় নিয়ে বিজেপি থেকে কংগ্রেসে যোগ

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আগে ফের দলত্যাগ আরও এক বিজেপি বিধায়কের। বিজেপিতে মোহভঙ্গ হওয়ায় তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আগে ফের দলত্যাগ আরও এক বিজেপি বিধায়কের। বিজেপিতে মোহভঙ্গ হওয়ায় তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। গত তিনমাসে ভোটমুখী মধ্যপ্রদেশে এই নিয়ে তিনজন বিধায়ক বিজেপি ছেড়ে কংগ্রেসে এলেন। দলত্যাগী বিধায়কের নাম সমন্দর প্যাটেল। কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন, বিজেপিতে তাঁর দমবন্ধ হয়ে আসছিল। বিজেপির পুরনো নেতারা তাঁদের দাবিয়ে রেখেছিলেন। কিছুই করা যাচ্ছিল না। বিজেপি ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তনের পাশাপাশি গাড়িবহরেও চমক দিয়েছেন এই বিধায়ক। ১২০০ গাড়ির কনভয় নিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি।

আরও পড়ুন-বিজেপির মহারাষ্ট্রে ৩ দিনে ৫ কৃষক আত্মঘাতী!

মধ্যপ্রদেশের যে তিন বিধায়ক বিজেপি ছাড়লেন, তাঁরা সবাই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী। দলত্যাগী সমন্দর প্যাটেল রাজস্থান সীমান্তবর্তী নিমচ জেলার জাওদ কেন্দ্রের বিধায়ক। অনগ্রসর শ্রেণিভুক্ত এই নেতা ৪০০ কিলোমিটার পথ পেরিয়ে ভোপালে এসে কমলনাথের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন এবং তা করতে গিয়ে তিনি ভেঙে দেন পূর্ববর্তী দুই বিধায়কের গাড়িবহরের রেকর্ড। সিন্ধিয়া অনুগামী বিধায়ক রাকেশ কুমার গুপ্ত গত জুন মাসের ১৪ তারিখে কংগ্রেসে ফিরে এসেছিলেন ৪০০ গাড়িবোঝাই অনুগামী নিয়ে। এরপর ২৬ জুন দ্বিতীয় বিধায়ক বৈজনাথ সিং যাদবের গাড়ি বহরের সংখ্যা ছিল ৭০০। তৃতীয় দলত্যাগী সমন্দর প্যাটেলের অনুগামীরা ১ হাজার ২০০ গাড়ি হাঁকিয়ে ভোপালে আসেন। কংগ্রেসে যোগ দিয়ে এই প্রভাবশালী বিধায়ক বলেন, বিজেপিতে মোহভঙ্গ হয়েছে।

Latest article