সদ্য ভাইরাল এক ভিডিও। রবিবার (Sunday) সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে একটি নৃশংস ভিডিয়ো ক্লিপ (video clip)। দেখা যাচ্ছে শনিবার, মথুরার গোবর্ধন এলাকায় এক সাধু একটি শিশুকে বারবার আছাড় মারছে। ওই সাধুর বিরুদ্ধে আছাড় মেরে ওই ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ভিডিয়োটি ভাইরাল হতে গ্রেফতার করা হয়েছে, সাধুর বেশে থাকা ওই ব্যক্তিকে।
পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম ওমপ্রকাশ, বয়স ৫২ বছর। মথুরা (গ্রামীণ)-এর পুলিশ সুপার ত্রিগুণ বিসেন এই বিষয়ে জানিয়েছেন, মধ্য প্রদেশের ভিন্দ জেলা থেকে মথুরায় এসেছিলেন ওমপ্রকাশ। সপ্তকোসিতে তীর্থ করতে এসেছিল সে। ওই তীর্থের পথে একটি ছোট দোকান চালান নিহত শিশুটির বাবা।
আরও পড়ুন-চাঁদের খুব কাছাকাছি এসে ভেঙে পড়ল রাশিয়ান চন্দ্রযান লুনা-২৫
৫ বছরের শিশুটির দিকে হঠাৎ করেই তেড়ে যায় এই ব্যক্তি। শিশুটির পরণে ছিল আকাশি নীল রঙের টি-শার্ট। ওমপ্রকাশ তাকে ঘাড়ের উপর তুলে নেয়। তারপর, তা পা ধরে কাপড় কাচার ভঙ্গিতে বারবার মাটিতে আছাড় মারতে থাকে। শিশুটির মাথা মাটির দিকে ছিল তাই একাধিকবার তার মাথায় আঘাত লাগে। শিশুটিকে বাঁচাতে আশপাশ থেকে বেশ কিছু লোককে ওমপ্রকাশের দিকে যায়। এরপরেই স্থানীয় বাসিন্দারা ওমপ্রকাশকে ধরে বেধড়ক মারধর করে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেয়।
আরও পড়ুন-আতঙ্কের সোয়াইন ফ্লু, শূকর মেরে ফেলার নির্দেশ প্রশাসনের
জনতার মারে ওমপ্রকাশ ভালোই আঘাত পেয়েছে। পুলিশ সুপার ত্রিগুন বিসেন জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে এত ছোট এক শিশুর উপর নৃশংস হামলা চালাল সে, তা এখনও জানা যায়নি। আপাতত ওমপ্রকাশের অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শিশুটিকর দেহের ময়নাতদন্ত করা হচ্ছে।