চাঁদের খুব কাছাকাছি এসে ভেঙে পড়ল রাশিয়ান চন্দ্রযান লুনা-২৫

রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি (স্টেট স্পেস কর্পোরেশন রোসকোসমস) আনুষ্ঠানিকভাবে লুনা ২৫-এর চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ার ঘটনাটি সম্পর্কে জানিয়েছে।

Must read

চাঁদের খুব কাছাকাছি এসে ভেঙে পড়ল রাশিয়ান চন্দ্রযান লুনা-২৫ (Russian Luna 25)। সোমবার, ২১শে অগস্ট চাঁদের মাটি স্পর্শ করার দিনক্ষণ ঠিক ছিল লুনার। কিন্তু তার কিছুক্ষন আগেই ভেঙে পড়ল চন্দ্রযানটি। সফট ল্যান্ডিংয়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল লুনা। শনিবার বিপত্তির প্রথম শুরু হয়েছে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানা যায়, শেষ মুহূর্তে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল। প্রি-ল্যান্ডিংয়ের জন্য যে কমান্ড দেওয়া হয়েছিল, সেটা শোনেনি লুনা। এর ফলেই জরুরি অবস্থার মধ্যে দিয়ে গিয়ে অবশেষে ভেঙে পড়ল চন্দ্রযানটি। রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের তরফে এই খবরটি প্রকাশ্যে আনা হয়। যদিও লুনার বর্তমান অবস্থান জানা যায়নি। প্রসঙ্গত, গত ৪৭ বছরে এটাই ছিল রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান। কিন্তু তার সাফল্য অধরা থেকে গেল।

আরও পড়ুন-আতঙ্কের সোয়াইন ফ্লু, শূকর মেরে ফেলার নির্দেশ প্রশাসনের

অন্যদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) মিশন চন্দ্রযান-৩ নিয়ে ভারতে দেশবাসীর উৎসাহ তুঙ্গে। রাশিয়া থেকে আসা মহাকাশযান লুনা-২৫ অবতরণের সময় মহাকাশ সংস্থার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবতরণের ঠিক আগে মহাকাশ সংস্থা মহাকাশযানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায়।

আরও পড়ুন-নেত্রীর নির্দেশে নুহতে সামিরুল

রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি (স্টেট স্পেস কর্পোরেশন রোসকোসমস) আনুষ্ঠানিকভাবে লুনা ২৫-এর চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ার ঘটনাটি সম্পর্কে জানিয়েছে।

Latest article