ট্রেনে (Train) ওঠার আগে পর্যন্ত সুস্থ ছিলেন। ট্রেন ছাড়তেই হঠাৎ এভাবে পরিবর্তনের কি কারণ? চলন্ত ট্রেনে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। তাকে সামলাতে ব্যস্ত সবাই, তখন অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধ। ক্রমশ প্রায় জনা দশেক যাত্রী অসুস্থ হয়ে পড়লেন। সাহায্য়ের জন্য ট্রেনে আরপিএফ ও রেল আধিকারিকরা এলেন বটে কিন্তু তখন দেরি হয়ে গিয়েছে। ট্রেনেই মৃত্যু হল দুই যাত্রীর। অসুস্থ কমপক্ষে ছয়জন। ট্রেনে হতাহত করে যাত্রীদের এই রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য আগ্রায়।
আরও পড়ুন-অর্থনীতিকের চেতনায় ইতিহাস দর্শন
রবিবার পটনা-কোটা এক্সপ্রেসে দুই যাত্রীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন অসুস্থ। তাড়াতাড়ি অসুস্থ যাত্রীদের আগ্রা স্টেশনে নামিয়ে রেলওয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কীভাবে ওই যাত্রীরা অসুস্থ হয়ে পড়লেন এবং দুই যাত্রীর মৃত্যু হল, সে নিয়ে সবই অজানা। উত্তর-মধ্য রেলওয়ের আগ্রা ডিভিশনের জনসংযোগ আধিকারিক প্রশাস্তি শ্রীবাস্তব এই বিষয়ে জানিয়েছেন, প্রাথমিক ভাবে খাদ্যে বিষক্রিয়া বা ডি-হাইড্রেশনের কারণে ওই দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে কিন্তু দেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন-চাঁদের খুব কাছাকাছি এসে ভেঙে পড়ল রাশিয়ান চন্দ্রযান লুনা-২৫
রেল সূত্রে জানা যাচ্ছে, ছত্তীসগঢ়ের রায়পুরের মোট ৯০ জনের একটি দল পটনা-কোটা এক্সপ্রেসের এসি কামরায় উঠেছিলেন। হঠাৎ রেলওয়ে হেল্পলাইন নম্বরে একটি ফোন আসে, বলা হয় ওই ট্রেনের এসি কামরায় কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। ট্রেন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছলে চিকিৎসক যান। চিকিৎসক ৬২ বছরের এক বৃদ্ধা ও ৬৫ বছরের এক বৃদ্ধকে মৃত বলে জানিয়ে দিলেন। বাকি অসুস্থ যাত্রীদের মধ্যে পাঁচজনকে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। একজন ভর্তি রয়েছে এসএন মেডিক্যাল কলেজে।