প্রতিবেদন : আসন্ন আইএসএলের জন্য প্রস্তুতি শুরু সবুজ-মেরুন শিবিরে। বৃহস্পতিবারই রয় কৃষ্ণ, প্রীতম কোটালদের নিয়ে মাঠে নেমে পড়লেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। গতবার যে মাঠে এটিকে মোহনবাগান অনুশীলন করেছিল, গোয়ার সেই বেনোলিনের মাঠ এবারও বরাদ্দ করা হয়েছে হাবাসের দলের জন্য। ফলে চেনা পরিবেশ রয় কৃষ্ণদের জন্য বাড়তি সুবিধে।
আরও পড়ুন-লেরয় সানের জোড়া গোলে জয়ী বায়ার্ন
তবে এদিন বল নিয়ে অনুশীলন হলেও, হাবাস মূলত জোর দিলেন শারীরিক সক্ষমতার উপরে। বুধবারই মাদ্রিদ থেকে পুরো কোচিং স্টাফ নিয়ে গোয়ায় পৌঁছে গিয়েছিলেন হাবাস। দলের ফুটবলাররা পৌঁছেছেন দফায় দফায়। তবে অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের হয়ে খেলতে দুবাই উড়ে গিয়েছেন এটিকে মোহনবাগানের দুই ফুটবলার সুমিত রাঠি এবং দীপক টাংরি। এই দু’জন স্বাভাবিক ভাবেই সবুজ-মেরুন শিবিরে যোগ দেননি।
তবে সাফজয়ী ভারতীয় দলের চার সদস্য প্রীতম কোটাল, মনবীর সিং, শুভাশিস বসু ও লিস্টন কোলাসো এদিন থেকেই অনুশীলন শুরু করে দিলেন।