ধসে বন্ধ জাতীয় সড়ক

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : প্রবল বৃষ্টির জেরে ভূমিধসে বিধস্ত পাহাড়। আটকে পড়েছেন বহু পর্যটক। ধস সরিয়ে কিছু রাস্তা খুলে দেওয়া হলেও আবার নতুন করে ধস নেমেছে কয়েকটি জায়গায়। বন্ধ রয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা ৫৫ নম্বর জাতীয় সড়ক। দার্জিলিংয়ের ৫৫ নং জাতীয় সড়কের মহানদীর কাছে ধসের জেরে অল্পের জন্যে রেললাইন রক্ষে পেলেও টয় ট্রেন চালানো সম্ভব না বলে দার্জিলিং হিমালয়ান রেল-এর পক্ষ থেকে জানিয়েছে। আপাতত এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ।

আরও পড়ুন-প্রস্তুতি শুরু করে দিলেন হাবাস

জাতীয় সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। তবে জয় রাইড-সহ অন্য ট্যুরিস্ট স্পেশাল পরিষেবা স্বাভাবিক থাকবে। ১০ নম্বর জাতীয় সড়ক ওয়ান ওয়ে করে দেওয়া হয়। কিন্তু ফের ধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। বৃষ্টি কমায় পাহাড়ের কয়েকটি জায়গায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে মাটি নরম থাকার কারণে বৃহস্পতিবার ভোররাতে নতুন করে ধস নেমেছে বাংলা-সিকিম লাইফলাইন ১০ নং জাতীয় সড়কে। এছাড়াও বিরিকধারা এলাকাতেও ধস নেমেছে। বুধবার বিকেলে দার্জিলিং সদর মহকুমা শাসকের বাংলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের পর থেকেই মহকুমা শাসকের বাংলোর হোমগার্ডকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ১০ নম্বর জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন। বিকল্প রুট গরুবাথান, লাভা, আলগাড়া-সহ ৯ মাইলের রাস্তা খোলা হয়েছে। বুধবার বিকেলে বৃষ্টি কিছুটা কমায় প্রশাসনের উদ্যোগে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।

Latest article