চা বাগান দখলকে কেন্দ্র করে বাগান মালিক ও আদিবাসী শ্রমিকদের সংঘর্ষ। চললো ছররা গুলি। জখম ১৪ জন। সোমবার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় (Chopra)।
উল্লেখ্য, পিয়ারিলাল চা বাগানের বর্তমান মালিকানায় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন শ্রমিকরা। মালিকানা হস্তান্তর হওয়ার কথা হলে আদিবাসী শ্রমিকরা তাদের পূর্বপুরুষের দান করা জমি হিসেবে নিজেদের মালিকানা চায়। এর ফলে বাগান দখলকে কেন্দ্র করে দীর্ঘ ৭-৮ মাস ধরেই ঝামেলা চলছিল মালিকপক্ষ ও আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে। এদিনও তারা বাগানের মালিকানা নিয়ে আন্দোলনে নামলে গন্ডগোলের সূত্রপাত। বিবাদ চলাকালীন ছররা গুলিতে জখম হন কয়েকজন। তাদের চোপড়া (Chopra) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে চোপড়া থানার পুলিশ।
আরও পড়ুন-সুদীপের মামলায় পদক্ষেপ, যাদবপুরের ছাত্রদের পার্টি করল হাইকোর্ট