বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নিলেন আলিপুরদুয়ার তথা ডুয়ার্সের আদিবাসী সমাজের মুখ, চা বলয়ের নেতা, আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিকবরাইক। আলিপুরদুয়ার জেলা থেকে এই প্রথম কেউ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিলেন। সোমবার সংসদ ভবনে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন প্রকাশ। আর প্রকাশের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই আদিবাসী অধ্যুষিত আলিপুরদুয়ার জেলা জুড়ে খুশির হাওয়া বয়ে যায়।
আরও পড়ুন-উচ্ছেদের প্রতিবাদে আইএনটিটিইউসি
সাংসদ প্রকাশকে ঘিরে মানুষের উন্নয়নের আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জেলা জুড়ে। শপথ নেবার পর জাগো বাংলার প্রতিনিধিকে প্রকাশ চিকবরাইক জানান, সবার প্রথমে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই। আমি এমন একটি জায়গা থেকে উঠে এসেছি, যেখানে আদিবাসী, রাজবংশী, মেচ, টোটো, রাভা সকল মানুষেরই বসবাস। আমি আদিবাসী সমাজের মানুষ হলেও সকলের উন্নয়নেই কাজ করে যেতে চাই। দিদি ও অভিষেকদা যখন আমাকে সুযোগ দিয়েছেন মানুষের উন্নয়নে সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে চাই। উল্লেখ্য, এই শপথ নেবার সঙ্গে সঙ্গেই জেলার ইতিহাসে জায়গা করে নিল প্রকাশ।
আরও পড়ুন-বিশ্বভারতীর অধ্যাপকের কুকীর্তি প্রকাশ্যে, উপাচার্য উদাসীন, প্রতিবাদে অনশনে চার ছাত্রী
রাজনৈতিক পরিবারে বড় হয়ে ওঠা প্রকাশ, ছোটবেলা থেকে মানুষের আপদে-বিপদে ঝাঁপিয়ে পড়ত। তৎকালীন কংগ্রেস নেতা পিতা কৃষ্ণ চিকবরাইককেই আদর্শ করে রাজনীতির আঙিনায় পা রাখেন তিনি। চা-বাগানের টুকরো টুকরো সংগঠনকে একছাতার তলায় নিয়ে আসার কৃতিত্ব অনেকটাই দাবি করতে পারে প্রকাশ। প্রকাশের দল পরিচালনা ও দক্ষতা দেখে তাকে দল মনোনয়ন দেয় রাজ্যসভায়। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে প্রকাশ।