উচ্ছেদের প্রতিবাদে আইএনটিটিইউসি

এর প্রতিবাদে গর্জে উঠল আইএনটিটিইউসি। সংগঠনের পতাকা হাতে পুর্নবাসনের দাবিতে আন্দোলনে শামিল হন ব্যবসায়ীর পরিবারের সদস্যরা

Must read

সংবাদদাতা, মালদহ : আধুনিকীকরণের নামে রেলের উচ্ছেদ। রোজগারহারা ছোট ব্যবসায়ীরা। একপ্রকার অনাহারে দিন কাটছে অনেকের। রেলের এই ভাতে মারার সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে আইএনটিটিইউসি। সোমবার মালদহের রেল স্টেশন আধুনিকীকরণের নামে ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ করার নির্দেশ জারি করেছে রেল দফতর। এর প্রতিবাদে গর্জে উঠল আইএনটিটিইউসি। সংগঠনের পতাকা হাতে পুর্নবাসনের দাবিতে আন্দোলনে শামিল হন ব্যবসায়ীর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন-বিশ্বভারতীর অধ্যাপকের কুকীর্তি প্রকাশ্যে, উপাচার্য উদাসীন, প্রতিবাদে অনশনে চার ছাত্রী

অভিযোগ, রেল স্টেশন আধুনিকীকরণের নামে ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ-সহ বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার ডিআরএমের নিকট অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল আইএনটিটিইউসির নেতৃত্ব। অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানান আইএনটিটিইউসি নেতৃত্ব। উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি, আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল, কাউন্সিলর দুলাল (বাবলা) সরকার, গৌতম দাস,সুমালা আগরওয়ালা প্রমুখ।

আরও পড়ুন-বর্ধমান থেকে নদিয়ার করিমপুর হয়ে যাবে কলকাতা, দুটি পরিবেশবান্ধব বাস চালু হল

এ বিষয়ে সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের হকের দাবিতে আইএনটিটিইউসি আন্দোলন জারি রেখেছে। কেন্দ্রের একের পর এক বঞ্চনার বিরুদ্ধে একের পর এক প্রতিবাদ চলছে। রেল যদি এই নির্দেশ প্রত্যাহার না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে। আধুনিকীকরণের নামে রেলের এই ভাতে মারার রাজনীতি বরদাস্ত নয়। অবিলম্বে ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে হবে।

Latest article