কোপেনহেগেন: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ছন্দে এইচ এস প্রণয় ও লক্ষ্য সেন (HS Prannoy-Lakshya Sen)। সোমবার দুই ভারতীয় শাটলারই প্রথম রাউন্ডের বেড়া টপকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা প্রণয় এদিন কোর্টে নেমেছিলেন ফিনল্যান্ডের কালে কোলজোনেনের বিরুদ্ধে। প্রথম গেমে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেও, শেষ পর্যন্ত ২৪-২২, ২১-১০ ব্যবধানে জিতে পরের রাউন্ডে উঠে গেলেন প্রণয়।
গত দু’টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরেই কোয়ার্টার ফাইনাল খেলেছেন প্রণয়। তবে এদিন তাঁকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন ফিনল্যান্ডের শাটলার। প্রথম গেমে পাঁচ-পাঁচটি গেম পয়েন্ট বাঁচাতে হয়েছে প্রণয়কে। যদিও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে টেক্কা দিয়ে ম্যাচ পকেটে পোরেন তিনি। অন্যদিকে, গতবারের ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্যের প্রতিদ্বন্দ্বী ছিলেন মরিশাসের জর্জেস জুলিয়েন পল। মাত্র ২৪ মিনিটে ২১-১২, ২১-৭ গেমে একতরফা ম্যাচ জিতে নেন লক্ষ্য (HS Prannoy-Lakshya Sen)। এদিকে, প্রথম রাউন্ডে বাই পেয়ে মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পিভি সিন্ধু। তবে মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন ভারতীয় জুটি রোহন কাপুর ও সিক্কি রেড্ডি।
আরও পড়ুন- আজ এএফসি কাপে মোহনবাগান বনাম আবাহনী